কলকাতা

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে গাড়ির ধাক্কা, হাওড়ায় গতির বলি চালক সহ ৩

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাতের শহরে বেপরোয়া গতির বলি ৩। শনিবার গভীর রাতে হাওড়ার ফোরশোর রোডে দ্রুতগতিতে ছুটে আসা একটি চারচাকা গাড়ি পরপর দু’টি ডাম্পারের পেছনে এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক মহম্মদ মোস্তাক খান (২৮) ও তাঁর খুড়তুতো ভাই মহম্মদ আলফাজের (১২)। এদিন সকালে এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় গাড়িচালক মোস্তাকের ১২ বছরের কন্যা সারা মোস্তাকেরও মৃত্যু হয়। গাড়িতে থাকা অপর দুই জখম আরোহীকে হাওড়া হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ডাম্পার দু’টির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে শিবপুর থানার পুলিস। অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়কের নেমপ্লেট ব্যবহার করা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। যদিও গাড়িটি তাঁর নয় বলে সাফ জানিয়েছেন বিধায়ক।
মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সন্ধ্যায় বাঁকড়ায় একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। মোস্তাক ও তাঁর পরিবার সেখানেই হাজির ছিলেন। সেখান থেকে মোস্তাক মেয়ে, খুড়তুতো ভাই ও আরও দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে খিদিরপুরের বাড়িতে যান। সেখান থেকে রাতে গোলাবাড়ির পিলখানায় আসার কথা ছিল। শনিবার রাত বারোটা থেকে হাওড়া ব্রিজে যান চলাচল বন্ধ থাকায় বিদ্যাসাগর সেতু হয়ে ফোরশোর রোডের দিকে আসছিল তাঁদের গাড়িটি। পুলিস সূত্রে খবর, রাত আনুমানিক দেড়টা নাগাদ কাজিপাড়া ক্রসিং থেকে প্রায় ১৪০ কিলোমিটার বেগে অবনী মল অতিক্রম করে গাড়িটি। কিছু দূরেই রাস্তার পাশে পরপর দু’টি ডাম্পার দাঁড়িয়েছিল। সামনে থাকা অপর একটি গাড়িকে আচমকা পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা দেয় মোস্তাকের গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় গাড়িটির ডানদিকের অংশ কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলেই চালক সহ দু’জনের মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, বেপরোয়া গতির পাশাপাশি বেআইনিভাবে ডাম্পার দু’টো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে ডাম্পারের চালকরা পলাতক। তাঁদের খোঁজ চলছে। 
মৃত মোস্তাকের কাকা মহম্মদ শাকিল বলেন, ‘বাঁকড়ার বাড়ির অনুষ্ঠানে সবাই মিলে আনন্দ করছিলাম। খিদিরপুর গিয়ে রাতেই পিলখানায় ফিরে আসার কথা ছিল ওদের। সব শেষ হয়ে গেল।’ পুলিস ও পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, কয়েক বছর আগে মোস্তাক দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়িচালক হিসেবে কাজ করতেন। এরপর সেই কাজ ছেড়ে দিলেও নিজের গাড়ির সামনে বিধায়কের নেমপ্লেট ও তৃণমূল কংগ্রেসের লোগো নিয়মিত ব্যবহার করতেন। যদিও এই প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘গাড়িটি আমার নয়। দুর্ঘটনার বিষয়ে কিছুই জানি না।’
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা