কলকাতা

বারাসত হাসপাতাল চত্বরে ছড়িয়ে রোগীদের  পরিচয়পত্র ও গেট পাস, নিরাপত্তা নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ও রোগী সুরক্ষার স্বার্থে একাধিক উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তার মধ্যেও কিছু ঘটনা সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। সম্প্রতি নজরে এসেছে, হাসপাতাল চত্বরে যত্রতত্র ছড়িয়ে রয়েছে রোগীদের আইডেন্টিটি কার্ড এবং তাঁদের সঙ্গে দেখা করতে যাওয়ার গেট পাস।  রোগীদের পরিচয় পত্রের নিয়ম এখানে চালু হয়েছে কয়েক মাস আগে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের একটি করে আই কার্ড দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট রোগী সেটি গলায় ঝুলিয়ে রাখছেন। এর ফলে চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীরা এক ঝলকে দেখে নিতে পারছেন রোগীর পরিচয়, ভর্তির দিনক্ষণ সহ বেশ কিছু জরুরি তথ্য। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ে রোগীকে দেখতে যাওয়ার জন্য তাঁদের আত্মীয়কে দেওয়া হয় গেট পাস। রোগীর সঙ্গে দেখা করতে চাইলে ওই কার্ড থাকা আবশ্যিক। এই দুই ধরনের কার্ডই গুচ্ছ গুচ্ছ  পড়ে রয়েছে হাসপাতাল চত্বরের যেখানে সেখানে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীর ছুটি হয়ে গেলে পরিচয় পত্রটি হাসপাতাল কর্তৃপক্ষকে ফেরৎ দিয়ে যেতে হয়। সেগুলি ‘স্যানিটাইজ’ করে আবার ব্যবহার করা হয়। একইভাবে বহু গেটপাস পড়ে রয়েছে। সেগুলি আবার একেবারে চকচকে। আগে ব্যবহার হয়েছে কি না, বোঝার উপায় নেই। সেগুলি নিয়ে যে কোনও ওয়ার্ডে যে কেউ অনায়াসে ঢুকে পড়তে পারে। তাই আশঙ্কা বাড়ছে স্বাস্থ্যকর্মী থেকে রোগীর পরিজনদের। বিশেষত, আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে এভাবে চকচকে গেটাপাস যত্রতত্র পড়ে থাকা নিয়ে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।  
বারাসত হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগীর আত্মীয় চন্দন নন্দী বলেন, ‘হাসপাতালের যেখানে সেখানে হলুদ ও নীল রঙের কার্ড পড়ে আছে। এগুলোর সাহায্যে তো যে কেউ একেবারে ওয়ার্ড পর্যন্ত চলে যাবে। খারাপ লোক তো এই সুযোগ নেবে। তাছাড়া রোগীদের আইকার্ডগুলি যেভাবে পড়ে আছে, যে কেউ তা গলায় ঝুলিয়ে রোগী সেজে যেতে পারে। কর্তৃপক্ষ সজাগ না হলে বিপদ ঘটবে।’ একই বক্তব্য বারাসতের বাসিন্দা শুভেচ্ছা কুণ্ডূর। তিনি বলেন, ‘রোগীর পরিচয়পত্র বা গেট পাস নিয়ে হাসপাতালে যে কেউ মাতব্বরি করতে পারে। তখন বলার কিছু থাকবেও না। কারণ, তার কাছে কার্ড আছে। কেন কার্ডগুলি নিয়ম মেনে ফেলা হচ্ছে না বা নষ্ট করা হচ্ছে না, অবিলম্বে তা দেখা দরকার।’ হাসপাতালের এমএসভিপি অভিজিৎ সাহা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি।’
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা