রাজ্য

ট্যাব কাণ্ডে ধৃত আরও ৬, জালিয়াতির টাকা ভিন রাজ্যে পাচারের প্রমাণ পুলিসের হাতে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও মালদহ: ট্যাব কাণ্ডে ভিন রাজ্যের অপরাধীরা আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসের চুক্তিভিত্তিক কর্মীদের একাংশকে ম্যানেজ করে আধার সংক্রান্ত নথি জোগাড় করত। সেগুলি ব্যবহার করে খোলা হয়েছিল একাধিক ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যেখানে এই রাজ্যে ট্যাব কেলেঙ্কারির টাকা জমা পড়েছে বলে তদন্তে উঠে আসছে।  পাশাপাশি ব্যাঙ্কের আউট সোর্সিং স্টাফদের একাংশের  মাধ্যমে জেনে নিত সরকারি কোন কোন স্কিমে এই নম্বর লিঙ্ক করা রয়েছে। এই তথ্য হাতিয়ে তারা হ্যাক করত সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্ট। তদন্তে এমনটাই উঠে এসেছে বলে খবর। একইসঙ্গে ট্যাব কাণ্ডে চোপড়া ও মালদহ মিলিয়ে রবিবার মোট ছ’জনকে গেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিউ বারাকপুরে একটি ও বড়তলা এলাকার একটি স্কুলের তরফে ট্যাবের টাকা উধাও হয়ে গিয়েছে বলে থানায় লিখিত অভিযোগ হয়েছে।
ট্যাব কাণ্ডের তদন্তে নেমে যৌথ তদন্তকারী দলের সদস্যরা জেনেছেন, চোপড়া ও মালদহে সবচেয়ে বেশি ভুয়ো অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে। তদন্তে উঠে আসছে, অভিযুক্তদের সঙ্গে স্কুল স্তরের কোনও ঠিকাকর্মী বা ইউজার আইডি পাসওয়ার্ড তৈরির দায়িত্বপ্রাপ্ত কর্মীদের একাংশের যোগাযোগ ছিল। সেখান থেকেই তারা ইউজার আইডি ও পাসওয়ার্ড সংক্রান্ত তথ্য জেনেছে। পাশাপাশি সরকারি কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন পরিষেবা প্রদানের নাম করে জেনে নিয়েছে সংশ্লিষ্ট স্কুলের মেল আইডি। এরপর ওই অ্যাকাউন্ট হ্যাক করে তারা স্কুলের কমপিউটারের দখল নিয়েছে। ওয়েবসাইটে আপলোড হওয়ায় তথ্য অদলবদল করে দিয়েছে। এরপর স্কুলের টাকা নিজেদের অ্যাকাউন্টে স্থানান্তর করেছে তারা। এমনকী, ইউপিআই অ্যাকাউন্ট খুলেও সেখানে টাকা নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। পরে তা আবার পাচার হয়ে গিয়েছে মহারাষ্ট্র, রাজস্থান বা ঝাড়খণ্ডে। তিনটি রাজ্যের সাইবার অপরাধীদের কথামতোই তারা কাজ করছিল। ভিন রাজ্যের এই জালিয়াতরা বিভিন্নভাবে সরকারি টাকা আত্মসাৎ করায় সিদ্ধহস্ত। তাই তারা জানত, অন্যের টাকা হাতাতে হয় কীভাবে। সেই কারণে এরাজ্যে সক্রিয় চক্রের পান্ডারা যোগাযোগ করেছিল তিন রাজ্যের সাইবার প্রতারণায় জড়িত কিংপিনদের সঙ্গে। এভাবেই গোটা অপারেশন চলছিল বলে জানা যাচ্ছে। 
এদিকে সাইবার প্রতারকদের খোঁজে ইসলামপুরে হানা দেয় পূর্ব মেদিনীপুর ও হাওড়া কমিশনারেটের পুলিস। সেখানে একটি বাসে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে তারা। ইসলামপুর এলাকা থেকে ধরা হয় আরও একজনকে। পুলিস সূত্রের খবর, তারা বাসে চেপে কিষানগঞ্জ যেত। সেখান থেকে ট্রেনে চেপে চম্পট দিত দিল্লি। একইসঙ্গে মালদহে কোচবিহারের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক মনোজিৎ বর্মনকে গ্রেপ্তার করেছে মালদহ জেলা পুলিস। এই শিক্ষক আটটি অ্যাকাউন্টে ট্যাবের টাকা স্থানান্তর করেছেন বলে অভিযোগ পেয়েছেন তদন্তকারীরা।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা