দেশ

স্ত্রীকে মারধর অপরাধ নয়, মনে করেন দেশের ৪৫ শতাংশ মহিলা

নয়াদিল্লি: বলিউডের ‘ডার্লিংস’ হোক বা ‘থাপ্পড়’ কিংবা টলিউডের ‘কাবেরী’— সাম্প্রতিক সময়ে একাধিকবার পর্দায় গার্হস্থ্য হিংসার ভয়াবহ রূপ ফুটে উঠেছে। সেপ্টেম্বরেই সুপ্রিম কোর্ট বলেছে, জাতি-ধর্ম ও সামাজিক শ্রেণি নির্বিশেষে ভারতের সব মহিলাদের জন্যই প্রযোজ্য ২০০৫ সালের গার্হস্থ্য হিংসা বিরোধী আইন। তবে বাস্তবে স্রোত বইছে অন্য খাতে। দেশের ১০০ জন মহিলার মধ্যে ৪৫ জন মনে করেন গার্হস্থ্য হিংসা অপরাধ নয়। তাঁরা মনে করেন, কোনও কারণে স্ত্রীকে আঘাত করতেই পারেন স্বামী। তা ন্যায়সঙ্গত! জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষা ৫-এ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত। সেখানে বলা হচ্ছে, ১০০ জন পুরুষের মধ্যে ৪৪ জন গার্হস্থ্য হিংসাকে সমর্থন করেন। অর্থাৎ শতাংশের ভিত্তিতে পুরুষদের তুলনায় গার্হস্থ্য হিংসা সমর্থক নারীদের সংখ্যা বেশি।  
সমীক্ষাতে মোট সাতটি ক্যাটিগরি রাখা হয়েছিল। সেগুলি হল— স্বামীকে না জানিয়ে বাইরে যাওয়া, ঘর বা সন্তানের অবহেলা, তর্ক করা, যৌনমিলনে অস্বীকার, রান্না না করা, সন্দেহপ্রবণতা ও শ্বশুরবাড়ির প্রতি অসম্মান। প্রত্যেকটি ক্যাটিগরিতেই নারী-পুরুষ, উভয়ের কাছে জানতে চাওয়া হয় স্ত্রীর উপর অত্যাচার সঠিক কি না। ৩০ শতাংশ নারী-পুরুষ মনে করেন, শ্বশুরবাড়ির সদস্যদের অসম্মান করলে স্ত্রীকে মারধর করা যায়। আবার ১১ শতাংশ মহিলা ও পুরুষ মনে করেন, স্ত্রী যদি শারীরিক সম্পর্কে রাজি না হন, সেক্ষেত্রেও মারধর ও অত্যাচার অপরাধ নয়।  দেশজুড়ে মোট একলক্ষ মহিলা ও একলক্ষ পুরুষ এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। চাঞ্চল্যকর বিষয় হল, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ৮০ শতাংশ মহিলা মনে করেন, গার্হস্থ্য হিংসা অন্যায় নয়। সাতটির মধ্যে যে কোনও একটি কারণে স্বামী মারধর করতেই পারেন বলে মত তাঁদের। পুরুষদের ক্ষেত্রে শীর্ষে কর্ণাটক। সে রাজ্যের ৮২ শতাংশ পুরুষ মনে করেন, স্ত্রীকে মারধর অন্যায় নয়। পশ্চিমবঙ্গের ৪১.৬ শতাংশ মহিলা ও ৪৭.৭ শতাংশ পুরুষ মনে করেন স্ত্রীর উপর অত্যাচার অপরাধ বলে গণ্য হবে না। সমীক্ষা বলছে, দিনদিন এই চিত্রে পরিবর্তন আসছে। আগের দুই সমীক্ষার তুলনায় এবার গার্হস্থ্য হিংসার সমর্থক মহিলাদের শতাংশ কমেছে। আগে  জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষা ৩ ও ৪-এ যথাক্রমে ৫৪ ও ৫২ শতাংশ মহিলা মনে করতেন, গার্হস্থ্য হিংসা অপরাধ নয়। যদিও এখনও পরিস্থিতি উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। 
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা