দেশ

কর্তৃপক্ষের গাফিলতি, অভিযোগ সন্তানহারাদের,  দুর্ঘটনার জেরে আগুন লাগে ঝাঁসির হাসপাতালে, রিপোর্ট

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের ঝাঁসির সরকারি হাসপাতালে দুর্ঘটনাবশত আগুন লেগেছিল। কোনও অন্তর্ঘাত হয়নি। ১১ জন সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় এমনই রিপোর্ট দিল যোগী সরকারের তৈরি করা দুই সদস্যের কমিটি। একটি সূত্র ওই রিপোর্ট উল্লেখ করে জানিয়েছে, এখনও পর্যন্ত ওই ঘটনায় কোনও গাফিলতি বা ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। তাই কোনও এফআইআর দায়ের করা হয়নি। গত শুক্রবার রাতে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের সদ্যোজাতদের বিভাগে (নিকু) আগুন লাগে। এই ঘটনায় ঝাঁসির ডিভিশনাল কমিশনার বিপুল দুবে ও ডিআইজি কলানিধি নাথানিকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির রিপোর্টে বলা হয়েছে, সুইচ বোর্ডের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। কিন্তু ওয়ার্ডে স্প্রিঙ্কলার না থাকায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনার সময় ছয় জন নার্স ও অন্য কর্মী এবং দুজন ডাক্তার নিকুতে উপস্থিত ছিলেন। আগুন নেভাতে গিয়ে এক নার্সও আহত হন।
আগুন লাগার পর হামিরপুরের বাসিন্দা ইয়াকুব মনসুরি সদ্যোজাতদের বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। পেশায় ফল বিক্রেতা ইয়াকুব বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করে আনতে পারলেও নিজের যমজ সন্তান আগুনে পুড়ে মারা গিয়েছে। শনিবার ইয়াকুবের দুই সন্তানের দেহ শনাক্ত করা হয়। একই অবস্থা ললিতপুরের সঞ্জনা কুমারীরও। প্রথমবার মা হয়েছিলেন তিনি। শ্বাসকষ্টর জন্য সদ্যোজাত ছেলেকে ঝাঁসির সরকারি হাসপাতালে নিয়ে এসেছিলেন সঞ্জনা ও তাঁর স্বামী সোনু। চোখের সামনে নিজের সন্তানকে মারা যেতে দেখেছেন সঞ্জনা। তারপর থেকেই বারেবারে তিনি বলে চলেছেন, হাসপাতালের গাফিলতির জন্যই আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। সন্তানকে হারিয়ে বিলাপ করছেন সন্তোষী দেবীও। তিনিও কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন।
তদন্ত রিপোর্টে বলা হয়েছে, সুইচ বোর্ডে আগুন লাগার পর তা দ্রুত অক্সিজেন কনসেন্ট্রেটরের দিকে ছড়িয়ে পড়ে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট কমিটি দ্রুত পেশ করবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, কীভাবে শর্ট সার্কিট হল তার তদন্তের জন্য আর একটি চার সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। ওভারলোডিংয়ের জন্য এই দুর্ঘটনা কি না, তাও খতিয়ে দেখবে এই প্যানেল। সেক্ষেত্রে বিষয়টিকে গুরুতর গাফিলতি হিসেবে ধরা হবে।  ফাইল চিত্র 
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা