দেশ

শেষকৃত্যর পরদিন স্মরণসভায় হাজির ‘মৃত’ যুবক! চাঞ্চল্য

মেহসানা (গুজরাত): শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে। পরদিন আয়োজন করা হয়েছে শোকসভাও। অন্যান্যদের সঙ্গে সেখানে ছিলেন শোকবিহ্বল পরিজনরাও। আচমকাই সেখানে চলে এলেন ‘মৃত’ ব্যক্তি নিজেই! গোটা ঘটনায় হকচকিয়ে যান সেখানে উপস্থিত সকলেই। শুক্রবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গুজরাতের মেহসানাতে। 
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ব্রিজেশ সুতার। বয়স ৪৩। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। সেইসঙ্গে বিনিয়োগ সংক্রান্ত আর্থিক জটিলতাও ছিল। এরমধ্যে গত ২৭ অক্টোবর নারোদার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর হদিশ না পেয়ে অবশেষে পুলিসের দ্বারস্থ হয় পরিবার। ১০ নভেম্বর খবর আসে, সবরমতী সেতুর কাছে ব্রিজেশের মতো  দেখতে একজনের দেহ উদ্ধার হয়েছে। পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। ওই দেহটি ব্রিজেশের বলেই শনাক্ত করেন তাঁরা। তারপর গত বৃহস্পতিবার শেষকৃত্যও সম্পন্ন হয়। শুক্রবার স্মরণসভায় আয়োজন করেছিলেন পরিবারের সদস্যরা। সেদিনই ফিরে আসেন ব্রিজেশ। এই ঘটনা সম্পর্কে তাঁর মা বলেন, ‘ছেলেকে সর্বত্র খুঁজেছি। ফোনও বন্ধ ছিল। পুলিস একটা দেহ দেখিয়েছিল। আমরা বুঝতে ভুল করেছিলাম। ফলে ওই দেহটিরই সৎকার করা হয়েছে।’  এদিকে ‘মৃত’ ব্যক্তি বাড়ি ফিরে আসায় বেজায় বিপাকে পড়েছে পুলিস। সবচেয়ে বড় প্রশ্ন, ব্রিজেশ ভেবে তাহলে কার দেহ সৎকার করা হল? পুরো বিষয়টি খতিয়ে দেখছেন পুলিসকর্তারা।   
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা