দেশ

দুবাই-সিঙ্গাপুরের থেকেও এখন ভারতে সোনা সস্তা

নয়াদিল্লি: বড় চমক সোনার দামে। গত কয়েক দিন থেকে এদেশে হলুদ ধাতুর দাম নিম্নমুখী। যার জেরে বিয়ের মরশুমে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। তথ্য বলছে, দুবাই সহ সমগ্র সংযুক্ত আবর আমিরশাহি, কাতার, ওমান এবং সিঙ্গাপুরের থেকেও এখন ভারতে সোনা সস্তা। অথচ কিছুদিন আগেও কম দামের কারণে এই দেশগুলি ছিল সোনা কেনার জন্য পছন্দের জায়গা। পশ্চিম এশিয়ায় বেড়াতে গিয়ে শুল্ক-মুক্ত গয়নার দোকানগুলিতে ভিড় করতেন অনেকে।
বিশ্বজুড়ে সোনার দাম এখন কমছে। ভারতও তার ব্যতিক্রম নয়। গত এক সপ্তাহে এদেশে সোনার দাম যে হারে কমেছে, তা গত তিন বছরে দেখা যায়নি। আমেরিকার স্পট মার্কেটে হলুদ ধাতুর দাম কমেছে প্রায় সাড়ে চার শতাংশ। বর্তমানে প্রতি ৩১.১০ গ্রাম সোনার দাম ঘোরাফেরা করছে ২,৫৬৩.২৫ ডলারের আশেপাশে। যা গত দু’মাসের মধ্যে সর্বনিম্ন।
এর উল্টো ছবি দেখা যাচ্ছে পশ্চিম এশিয়ায়। অর্থাৎ দাম বাড়ছে। কিন্তু কেন? সোনা ও রুপোকে লগ্নির ‘সেফ হেভেন’ হিসেবে বিবেচনা করা হয়। কোনও অস্থিরতা দেখা দিলে আরও বাড়ে এর কদর। এখন যা দেখা যাচ্ছে পশ্চিম এশিয়ায়। ইজরায়েল-গাজা সংঘর্ষকে কেন্দ্র করে এই মুহূর্তে অগ্নিগর্ভ পশ্চিম এশিয়ার রাজনীতি। যার ফলে লগ্নিকারীদের মধ্যে বাড়ছে সোনা-রুপোর চাহিদা। তাই বাড়ছে দাম।
চলতি মাসে ভারতে ১০ গ্রাম সোনার দাম চার হাজার টাকার বেশি হ্রাস পেয়েছে। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (ডব্লুবিবিএমজেএ) তথ্য অনুযায়ী,  শনিবার কলকাতার পাইকারি বাজারে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫০ টাকা কমে দাঁড়ায় ৭৪ হাজার ৩০০ টাকা (জিএসটি অতিরিক্ত)। উল্লেখ্য, রবিবার কলকাতায় সোনা-রুপোর পাইকারি বাজার বন্ধ ছিল।
খবরে প্রকাশ, গতকাল ওমানে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ভারতীয় মুদ্রায় ২২০ টাকা বেড়ে দাঁড়ায় ৭৫ হাজার ৭৬৩ টাকা। কাতারে এর দাম ৭৬ হাজার ২৯৩ টাকা। সিঙ্গাপুরেও ভারতের থেকে দাম বেশি হলুদ ধাতুর। ১০ গ্রামের দাম ৭৬ হাজার ৮০৫ টাকা। সংযুক্ত আরব আমিরশাহিতে সোনার দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে। সেখানে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৬ হাজার ২০৪ টাকা।
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা