দেশ

পাওয়ার গড়ে পার্কে ঢুকতে বাধা শারদ-পত্নীকে, ছড়াল তুমুল বিতর্ক

পুনে: মিলল না ভিতরে যাওয়ার অনুমতি। পার্কের প্রবেশপথে প্রায় আধঘণ্টা আটকে রইলেন শারদ পাওয়ারের স্ত্রী প্রতিভা। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে বারামতীতে রবিবারের এই ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে। পরে অবশ্য মারাঠা স্ট্রংম্যানের স্ত্রীকে ঢুকতে দেওয়া হয়। সংশ্লিষ্ট পার্কের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা। কাকা শারদের বিরুদ্ধে বিদ্রোহ করে এনসিপি ভেঙেছিলেন অজিত। বিজেপি শিবিরের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যের জোট সরকারের উপ মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। এবার বিধানসভা ভোটে পাওয়ার গড় হিসেবে পরিচিত বারামতীতে মুখোমুখি টক্করে নেমেছে এনসিপির দুটি শিবির। তারইমধ্যে শারদ-পত্নীকে পার্কে ঢুকতে বাধাদানের ঘটনা সামনে এসেছে। 
ররিবার নাতনি রেবতীকে নিয়ে বারামতীর হাই-টেক টেক্সটাইল পার্কে গিয়েছিলেন প্রতিভা। অভিযোগ, গেটেই তাঁদের আটকে দেন নিরাপত্তারক্ষী। জানানো হয়, কর্তৃপক্ষ নিষেধ করেছে। ঘটনার ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। পরে অবশ্য পার্কে প্রবেশের অনুমতি পায় প্রতিভার গাড়ি। এবিষয়ে পার্কের চিফ ম্যানেজার অনিল ওয়াঘের বক্তব্য, ‘পুরোটাই হয়েছে ভুল বোঝাবুঝির কারণে। আমি জানতে পেরেছিলাম, র‌্যালির পর পার্কে জমায়েত করবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল। শারদ পাওয়ারের স্ত্রী আসবেন বলে জানতাম না। তাঁকে দেখামাত্র নিরাপত্তারক্ষীকে প্রয়োজনীয় নির্দেশ দিই। পার্কের কয়েকজন মহিলা কর্মীর সঙ্গে কথা বলেন তিনি।’ প্রসঙ্গত, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী থাকাকালীন এই পার্ক নির্মাণ করেছিলেন শারদ পাওয়ার। 
23m 39s ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা