বিদেশ

ট্রাম্পের বিলাসবহুল রিসর্টের পাহারায় এবার রোবট সারমেয়, চর্চা

ফ্লোরিডা: আনুষ্ঠানিক শপথ নিতে এখনও মাস দু’য়েক দেরি। তার আগেই আরও জোরদার করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা। ফ্লোরিডার অভিজাত পাম বিচে ট্রাম্পের গলফ রিসোর্ট মার-এ-লাগোর পাহারায় মোতায়েন করা হয়েছে ‘স্পট’ নামে একটি কুকুরকে। আমেরিকার সিক্রেট সার্ভিসেস-এর সঙ্গে পাল্লা দিয়ে দায়িত্ব পালন করছে সেটি। দিনরাত নিরলসভাবে ঘুরে বেড়াচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় দু-দু’বার প্রাণঘাতী হামলার হাত থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রাম্প। জুলাইয়ে আততায়ীর গুলি তাঁর কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। রক্তাক্ত অবস্থায় মঞ্চে বসে পড়তে দেখা গিয়েছিল তাঁকে। সে দৃশ্য এখনও টাটকা। ফলে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে তটস্থ মার্কিন প্রশাসন। তাই বাড়তি সতর্ক সিক্রেট সার্ভিস। 
‘স্পট’কে ঘিরে চর্চা তুঙ্গে বিশ্বের সংবাদমাধ্যমগুলিতে। কারণ এটি যে সে সারমেয় নয়। সে আদপে একটি রোবট। মস্তিষ্ক, অঙ্গপ্রত্যঙ্গ সবই চলে যন্ত্রের সাহায্যে। বোস্টন ডায়নামিকস নামে একটি সংস্থা ‘স্পট’কে বানিয়েছে। ট্রাম্পের রিসর্টের মাঠে টহল দিতে দেখা গিয়েছে এই রোবট কুকুরকে। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।‘স্পট’কে দূর থেকে নিয়ন্ত্রণ করা গেলেও গুলি চালাতে পারে না। সেটি যে আর পাঁচটা পোষ্য নয়, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে পায়ে লেখা  ‘ডু নট পেট’ বার্তায়। এই ‘স্পট’ কেমন স্বভাবের? তা নিয়ে কৌতুহলের অন্ত নেই। আর এক্ষেত্রেও নানা মুনীর নানা মত। কেউ বলছেন, ‘কুকুরটি শান্ত’। কেউ বলছেন ‘চতুর’। কেউ বলছেন ‘ভয়ঙ্কর’। এমনকি যান্ত্রিক কুকুরটি গভীর রাতে টেলিভিশনের পর্দায় মার্কিনিদের রসিকতার অন্যতম খোরাক হয়ে উঠেছে।
সোশ্যাল মিডিয়া হোক বা টিভির পর্দা, তাকে নিয়ে যে আলোচনাই হোক না কেন, নিরলসভাবে কাজ করে চলেছে স্পট। একইভাবে মুখে কুলুপ এটেছে সিক্রেট সার্ভিসও। নিরাপত্তার কাজে এই রোবোটিক কুকুরের ব্যবহার নিয়ে কিছু জানায়নি তারা। এমনকি ট্রাম্পের রিসর্টে সেটি কবে থেকে কাজ করছে সেটাও জানানো হয়নি। যদিও ট্রাম্পের বাসভবনের নিরাপত্তায় রোবটিক কুকুরের ব্যবহারে মোটেই বিস্মিত নন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বিশ্বজুড়ে এগুলির ব্যবহার ক্রমশ বাড়াছে। জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীতেও রয়েছে এমন বিশেষ কুকুর।
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা