দেশ

নারীশিক্ষায় যৌথ ফেলোশিপ ভারত ও আমেরিকার

নয়াদিল্লি: শিক্ষাক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সহযোগিতা ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। এরইমধ্যে নারীশিক্ষায় গুরুত্ব বাড়াতে এবার ঘোষণা করা হল নতুন ফেলোশিপের। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, গুপ্তা-ক্লিন্সকি ইন্ডিয়া ইনস্টিটিউট ও ইউএস-ইন্ডিয়া অ্যালায়েন্স ফর উইমেন্স ইকনমিক এমপাওয়ারমেন্টের উদ্যোগে চালু হল ‘উইমেন ইন স্টেম ফেলোশিপ’। বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি, গণিত ও ওষুধ—এই পাঁচটি ক্ষেত্রে ভারতীয় মহিলা বিজ্ঞানী ও গবেষকদের আরও সাহায্য করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানান, শিক্ষার যে কোনও সীমা হয় না, তা এই পদক্ষেপ থেকেই স্পষ্ট। বিশ্বজুড়ে বিভিন্ন সমস্যার মোকাবিলায় আমাদের দুই দেশ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির মেলবন্ধনই মূল চাবিকাঠি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রোনাল্ড জে ড্যানিয়েলস বলেন, ‘বিশ্বজুড়ে গবেষণার কাজকে এগিয়ে নিয়ে যেতে মহিলাদের ক্ষমতায়ণ অত্যন্ত জরুরি।’
শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের মাত্রাও বাড়ছে বলে জানিয়েছেন গারসেটি। সাম্প্রতিক ওপেন ডোরস রিপোর্ট উল্লেখ করে তিনি জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৩ লক্ষ ৩০ হাজারেরও বেশি পড়ুয়া ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। গত শিক্ষাবর্ষের তুলনায় যা ২৩ শতাংশ বেশি। প্রসঙ্গত, ২০০৯ সালের পর এই প্রথমবার অন্য যে কোনও দেশের তুলনায় বেশি সংখ্যক ভারতীয় পড়ুয়া মার্কিন মুলুকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন।  জানা গিয়েছে, খুব শীঘ্রই মুম্বইয়ের মার্কিন কনসুলেট ও ডেনভার বিশ্ববিদ্যালয়ের তরফে বিনামূল্যে ‘ডিজিটাল গাইড অন ইন্টারন্যাশনালাইজেশন: সিম্পলিফাইং ইউএস-ইন্ডিয়া হায়ার এডুকেশন ইনস্টিটিউশন কোলাবরেশন অ্যান্ড পার্টনারশিপ’ চালু করা হবে।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা