কলকাতা

কুড়িয়ে পাওয়া ১৫ লক্ষ টাকার বেয়ারার চেক ফেরালেন রিকশচালক, মালিককে খুঁজে বের করল বাগুইআটি থানা

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গ্রীষ্মের কাঠফাটা রোদ কিংবা শীতের কনকনে ঠান্ডা। পেট চালাতে ভরসা পুরনো একটা রিকশ। গায়ের জোরে প্যাডেল করে রিকশ চালান। এই রোজগারেই দিন গুজরান গরিব রিকশওয়ালা নুর আলির। যে রাস্তা দিয়ে তিনি রোজ যাতায়াত করেন, সেই রাস্তার উপর পড়েছিল পলিথিন মোড়া একটা প্যাকেট। নুর খুলে দেখেন, ভিতরে রয়েছে ১৫ লক্ষ টাকার বেয়ারার চেক! তাতে মালিকের স্বাক্ষরও রয়েছে। ব্যাঙ্কে গিয়ে তা জমা করলেই নুর পেয়ে যেতে পারতেন সেই টাকা। কিন্তু গরিব হলেও অসৎ নন তিনি। তাই কুড়িয়ে পাওয়া চেক ফিরিয়ে দিলেন। তাঁর এই সততাকে কুর্নিশ জানিয়েছে এলাকার মানুষ। চেক নিয়ে এই রিকশচালক হাজির হয়েছিলেন বাগুইআটি থানায়। পুলিস তারপর খুঁজে বের করে চেকের মালিককে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বাগুইআটি থানার আটঘড়া এলাকায় বাড়ি নুরের। তিনি দীর্ঘদিন ধরে রিকশ চালাচ্ছেন। তাঁর বয়স প্রায় ৪০ বছর। গত বৃহস্পতিবার রিকশ নিয়ে যাওয়ার সময় চিনারপার্কের কাছে একটি রাস্তার ধারে সবুজ রঙের পলিথিন প্যাকেটটি কুড়িয়ে পান। প্যাকেট খুলে দেখেন, ভিতরে রয়েছে তিন লক্ষ টাকা করে মোট পাঁচটি চেক। মোট অঙ্ক ১৫ লক্ষ টাকা। বাগুইআটির পূর্বাঞ্চল এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের চেক সেটি। পুলিসের কথায়, রিকশচালক যদি চাইতেন, তাহলে সই করা ওই বেয়ারার চেক থেকে টাকা তুলে নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে বাগুইআটি থানায় গিয়ে আইসি অমিতকুমার মিত্রের হাতে তুলে দেন। অমিতবাবু সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে যোগাযোগ করেন। তারপর ব্যাঙ্কের সহায়তায় গ্রাহকের ঠিকানা ও মোবাইল নম্বর মেলে। সেই নম্বরে যোগাযোগ করে পুলিস। এদিকে বেয়ারার চেক হারিয়ে মাথায় হাত পড়ে গিয়েছিল আকাশ দাসের। তা খুঁজে পাওয়া গিয়েছে শুনে আশ্বস্ত হন। গত শনিবার তাঁকে বাগুইআটি থানায় ডেকে পাঠানো হয়েছিল। নথিপত্র খতিয়ে দেখে বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনার (এয়ারপোর্ট) ঐশ্বর্য সাগর চেকগুলি আকাশবাবুর হাতে তুলে দেন। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা