কলকাতা

বসিরহাট-সন্দেশখালিতে বিজেপির সদস্য হতে আগ্রহী নন মহিলারাই!

নিজস্ব প্রতিনিধি, বারাসত: লোকসভা ভোটের আগে সন্দেশখালিতে মহিলাদের নিয়ে বিভিন্ন কর্মসূচি করেছিল বিজেপি। ভোটে মহিলাদের প্রচারকও করেছিল তারা। কিন্তু সেই সন্দেশখালিতেই বিজেপির ‘সদস্যতা অভিযান’ একপ্রকার হোঁচট খেয়েছে। শুধু সন্দেশখালি নয়, গোটা বসিরহাট মহকুমায় একই হাল বিজেপির। যাঁদের নিয়ে পদ্মপার্টির বাংলা-দিল্লির নেতারা এত লম্ফঝম্ফ করেন, তাঁরাই এখন সরতে শুরু করেছেন গেরুয়া ছায়া থেকে। ফলে, ‘সদস্যতা অভিযানে’ বিজেপির অবস্থা এখন লেজেগোবরে। সন্দেশখালিতে লোকসভা ভোটের আগে যে শাহজাহানের মোকাবিলায় গল্প ফেঁদে প্রতিবাদের ঢেউ তুলেছিল বিজেপি, সেই মাটিতেই আছাড় খেয়েছে গেরুয়া পার্টি। তাদের আস্ফালন এখন অস্তমিত।    
২ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির ‘সদস্যতা অভিযান’। প্রতি পাঁচ বছর অন্তর বিজেপি এই কর্মসূচি করে। এবার লোকসভা ভোটে কার্যত ভরাডুবির পর তাদের সদস্য সংগ্রহ অভিযানে ভাটা পড়েছে। সেই অর্থে উৎসাহ-উন্মাদনা কোথাও নজরে পড়ছে না। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার অধীনে রয়েছে মোট ৩১ টি মণ্ডল। প্রতি মণ্ডলে ন্যূনতম সাড়ে ১০ হাজার সদস্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল দিল্লি। কিন্তু সেই জায়গায় কোথাও দু’ হাজার, কোথাও তিন হাজারের বেশি সদস্য সংগ্রহ করা যায়নি। এমনকী এমন জেলাও রয়েছে, যেখানে নতুন সদস্য সংখ্যা তিন অঙ্ক পেরয়নি। তবে, উল্লেখযোগ্য বিষয় হল, যে সন্দেশখালি নিয়ে বিজেপি এত মাতামাতি করেছিল, সেখানেই ‘সদস্যতা অভিযান’ তলানিতে গিয়ে ঠেকেছে। মহিলাদের সেই সক্রিয়তাও আর নেই। দলের একটি সূত্র বলছে, গোটা বসিরহাটে সদস্য সংগ্রহ আশানুরূপ হয়নি। তাছাড়া সন্দেশখালিতে যত সংখ্যক সদস্য হওয়ার কথা ছিল, তা হয়নি। মহিলা সংগঠন ধুঁকছে। মহিলাদের মধ্যে বিজেপিকে নিয়ে তেমন একটা আগ্রহ যাচ্ছে না। কেন এই অবস্থা, তা বোঝা যাচ্ছে না। অনেকে হয় ভয় পাচ্ছেন, না হলে ঝক্কি নিতে চাইছেন না।
দলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, প্রথম দিকে সদস্য সংগ্রহ নিয়ে নেতাদের তেমন মাথাব্যথা ছিল না। তারপর লোকসভা ভোটে ফলাফল খারাপ হওয়ায় কর্মীদের একাংশ সদস্যপদ পুনর্নবীকরণ করতে অনীহা প্রকাশ করছে। কেননা বসিরহাট বিজেপিতে দ্বন্দ্ব সর্বজনবিদিত। তাছাড়া হঠাৎ করে প্রার্থী নির্বাচনের সিদ্ধান্তও মেনে নিতে পারেনি কর্মীদের একটি বড় অংশ। ফলে, কর্মীদের মনে হতাশা তৈরি হয়েছে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলায় বিজেপির মোট ৩১টি মণ্ডলে ‘সদস্যতা অভিযান’ কর্মসূচিতে টার্গেট ছিল তিন লক্ষের বেশি। সেখানে এখনও অবধি মেরেকেটে ৭০ হাজারের মতো সদস্য হয়েছে। অসমর্থিত একটি সূত্র বলছে, সেই সংখ্যা এখনও ৫০ হাজারও পেরয়নি।
এ বিষয়ে বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ সরকার বলেন, জোরকদমে এই কর্মসূচি চলছে। কোথাও কোনও সমস্যা নেই। ১৭ নভেম্বর পর্যন্ত কর্মসূচি পালনের কথা থাকলেও দিন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সন্দেশখালিতে আমাদের যথেষ্ট প্রভাব রয়েছে। ভালো কাজ হচ্ছে। এ নিয়ে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, মানুষ ভাঁওতাবাজ বিজেপিকে দেখলেই সরে যাচ্ছে। ওদের সংগঠনের এমন করুণ অবস্থা যে, প্রধানমন্ত্রীকে নামতে হচ্ছে বুথ স্তরে। কী অবস্থা একটা সর্বভারতীয় দলের। ওদের সব থেকে বড় প্রতিবাদী রেখা পাত্র নিজে সদস্য হয়েছেন কি না, জানি না। আসলে তৃণমূল সরকারের উন্নয়ন দেখে মানুষ লজ্জায় ওদের সদস্য হতে চাইছেন না।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা