দেশ

বায়ুদূষণের কবলে দিল্লি! মঙ্গলবারে আরও খারাপ পরিস্থিতি, বাতিল একাধিক ট্রেন

নয়াদিল্লি, ১৯ নভেম্বর: দেশের রাজধানী বায়ুদূষণের কবলে। দিল্লি এখন কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। লাগু করা হয়েছে একাধিক বিধিনিষেধ। পরিস্থিতির মোকাবিলায় দ্রুত ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ-৪) চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবুও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আজ, মঙ্গলবার আরও খারাপ পরিস্থিতি দিল্লির। এদিন সকাল ৬টার মধ্যেই  দিল্লিতে বায়ুদূষণ মাত্রা(একিউআই) ৪৯৪ পর্যন্ত পৌঁছে গিয়েছে, যা এই মরসুমে সর্বোচ্চ। যা ‘অতি বিপজ্জনক’ পর্যায়ে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রাজধানীর একাধিক এলাকায় বায়ুদূষণ মাত্রা ৫০০ ছুঁইছুঁই। আজ, মঙ্গলবার সকালে শুধুমাত্র বায়ুদূষণ মাত্রা ৪৮০ ছিল এনএসআইটি দ্বারকাতে। বায়ুদূষণের পাশাপাশি দিল্লিতে এদিন ঘন কুয়াশা থাকবে বলে পূর্বাভাস কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের। জারি করা হয়েছে কমলা সতর্কতা। আর এই ঘন কুয়াশার জন্যই দৃশ্যমানতা কমেছে। যার সরাসারি প্রভাব পড়েছে ট্রেন ও বিমান পরিষেবায়। বহু বিমানের উড়ানে দেরি হচ্ছে। ২২টি দূরপাল্লার ট্রেন চলছে দেরিতে। ইতিমধ্যেই ৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু বিমানকে দিল্লিতে অবতরণ না করিয়ে অন্য এয়ারপোর্টে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যার ফলে জনজীবনও বিপর্যস্ত হচ্ছে। দিল্লির সমস্ত সরকারি স্কুলের ক্লাস এখন অনলাইনে চলছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের অফিস টাইমে বদল আনা হয়েছে। এমনকী আজ, মঙ্গলবার থেকে নয়ডা ও গুরুগ্রামেও সমস্ত শ্রেণির ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অপরদিকে সুপ্রিম কোর্টের কড়া ধমকের মধ্যেও ফসলের গোড়া পোড়ানোয় রাশ টানতে পারেনি পাঞ্জাব ও হরিয়ানা সরকার। ফললের গোড়া পোড়ানো রুখতে মামলা দায়ের করছে পুলিস। গতকাল, সোমবার সেই মামলা দায়েরের নিরিখে রেকর্ড গড়েছে পাঞ্জাব সরকার। গতকাল, সোমবার শুধুমাত্র একদিনেই পাঞ্জাবে ফসলের গোড়া পোড়ানোর জন্য ১২৫১টি মামলা দায়ের করা হয়েছে। যা ইতিমধ্যেই বিগত কয়েকবছরের তুলনায় সর্বাধিক। সবচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে পাঞ্জাবের মুক্তাসরে ২৪৭টি, মোগাতে ১৪৯, ফেরোজপুরে ১৩০টি, ভাটিন্ডায় ১২৯টি, ফাজিল্কায় ৯৪। এছাড়াও মোট ১৯টি জেলাতে ফসলের গোড়া পোড়োনোর জন্য মামলা দায়ের হয়েছে। আবহাওয়াবিদদের মতে ফসলের গোড়া পোড়ানোর জন্যই দিল্লির বাতাস ক্রমশ দূষিত হয়ে পড়ছে।
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা