দেশ

ঘুম নয়, ছয় মাস গোপনে যন্ত্র বানাতেন ‘প্রযুক্তিবিদ’ কুম্ভকর্ণ, ‘নব্য রামায়ণ’ উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেনের

লখনউ: ঘুম আর কুম্ভকর্ণ যেন সমার্থক। রামায়ণের আখ্যান অনুযায়ী, বছরে ছ’মাসই ঘুমিয়ে কাটিয়ে দিতেন লঙ্কাধিপতি রাবণের ভাই। কিন্তু  উত্তরপ্রদেশের রা‌জ্যপাল আনন্দীবেন প্যাটেলের বক্তব্য, এই সবই ‘গুজব’ ছিল। যা ছড়ানো হয়েছিল পরিকল্পনা করে। কিন্তু কেন? আনন্দীবেনের মতে, কুম্ভকর্ণ আসলে একজন প্রযুক্তিবিদ ছিলেন এবং ছ’মাস নিজের গবেষণাগারে মগ্ন থাকতেন নিত্যনতুন আবিষ্কারে। তৈরি করতেন যন্ত্রপাতি। সেই কাজে যাতে ছেদ না পড়ে তাই ছড়ানো হয়েছিল ছ’মাস ঘুমনোর গল্প। স্বাভাবিকভাবে তাঁর রামায়ণের কাহিনী নয়া ব্যাখ্যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।
এখানেই শেষ নয়। উত্তরপ্রদেশের রা‌জ্যপাল আনন্দীবেন আরও দাবি করেন যে, বৈদিক যুগের ঋষি ভরদ্বাজই প্রথম বিমান বিমান তৈরী করেছিলেন। অথচ যার কৃতত্ব দাবি করে আমেরিকা।উত্তরপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালকে বলতে শোনা যায়, ‘আমরা জানি কুম্ভকর্ম ছ’মাস ঘুমোতেন এবং ছ’মাস জাগতেন। কিন্তু এটা কি সত্যি? না, একদম ঠিক না। নিজের গবেষণাগারে টানা ছ’মাস গোপনে যন্ত্রপাতি তৈরি করতেন কুম্ভকর্ম। বিদেশে প্রযুক্তির পাচার রুখতে এই কৌশল নিয়েছিলেন তিনি।’ আনন্দীবেন আরও দাবি করেন, ‘কুম্ভকর্ণকে ছ’মাস বাইরে না বের হওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং রাবণ। আর বাইরে রটিয়ে দেওয়া হয়েছিল, এই ছ’মাস কুম্ভকর্ণ ঘুমোন এবং বাকি ছ’মাস জেগে থাকেন।’ ‘প্রাচীন মুনি-ঋষিরা অসামান্য সব আবিষ্কার করেছিলেন। যার সুফল বর্তমান বিশ্ব ভোগ করছে’ বলেও মন্তব্য করেছেন তিনি। 
এখানেই শেষ নয়। উত্তরপ্রদেশের রাজ্যপাল এও দাবি করেন যে, ‘বৈদিক যুগের ঋষি ভরদ্বাজই প্রথম বিমান বিমান তৈরী করেছিলেন। অথচ এই আবিষ্কারের কৃতিত্ব দাবি করে পশ্চিমী বিশ্ব। সেজন্য প্রথম বিমান তৈরির জন্য গোটা বিশ্বে পরিচিতি রয়েছে রাইট ভাইদের।’   বিজেপির এই প্রাক্তন নেত্রীর ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। সেইসঙ্গে রাহুল গান্ধীর দলের মুখপাত্রের কটাক্ষ, ‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এমন গুপ্ত তথ্য দান করা হচ্ছে।’
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা