দেশ

কর্ণাটকে এনকাউন্টারে হত ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী

বেঙ্গালুরু: দুই দশক ধরে তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পুলিস।  মাথার দাম ছিল সাড়ে তিন লক্ষ টাকা। শেষপর্যন্ত সোমবার রাতে অ্যান্টি নক্সাল ফোর্সের (এএনএফ) সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা বিক্রম গৌড়ার। জানা গিয়েছে, কর্ণাটক পুলিসের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাতে নাম ছিল বিক্রমের। এদিন রাজ্যের উদুপি জেলার ইদু গ্রামের কাবিনেল জঙ্গলের কাছে বিক্রম ও তাঁর দলের সঙ্গে এএনএফের গুলির লড়াই চলে। আর সেখানেই তাঁর মৃত্যু হয়। 
দুই দশক ধরে একাধিক মাওবাদী কার্যকলাপের নেপথ্যে ছিলেন এই বিক্রম। তাঁর সন্ধানে উদুপির নানা জায়গায় তল্লাশি চললেও কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছিল না। এনকাউন্টার প্রসঙ্গে এক পুলিস আধিকারিক জানান, গোপন সূত্রে ইদু গ্রামের কাছে পাঁচ মাওবাদীর উপস্থিতির খবর মেলে। জানা যায়, সোমবার রাতে দৈনন্দিন জিনিসপত্র কেনার জন্য তারা ছদ্মবেশে গ্রামের মধ্যে প্রবেশ করেছিল। এরপরই সেখানে অভিযান চালানো হয়। উভয় পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাওবাদী নেতা বিক্রমের। তবে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই ফেরার মাওবাদীদের সন্ধানে কারকালা ও হেবরি সংলগ্ন পশ্চিমঘাট এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। 
কর্ণাটকের কাদাবা, সুল্লিয়া, চিক্কামাগালুরু সহ নানা এলাকায় দীর্ঘদিন ধরেই মাওবাদী কার্যকলাপের খবর মিলেছে। ইতিমধ্যেই নানা জায়গায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি মাওবাদীদের সন্ধানে জারি রয়েছে পুলিস ও এএনএফের অভিযান।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা