দেশ

অনুপ্রবেশকারী ছয় বাংলাদেশির জাল নথি তৈরি হয়েছিল বনগাঁয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা জাল নথি তৈরির আতুঁড়ঘর।  কর্ণাটকের চিত্রদুর্গায় ধৃত ছয় বাংলাদেশি নাগরিক এ রাজ্যের বনগাঁ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। সেখানকার এক চক্রের থেকে ভারতীয় নাগরিকত্বের ভুয়ো প্রমাণপত্র জোগাড় করেছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া নথি ঘেঁটে চাঞ্চল্যকর এই তথ্য পেয়েছে কর্ণাটক পুলিস। কার মাধ্যমে তারা এগুলি পেয়েছিল, তা জানার চেষ্টা চলছে। একইসঙ্গে তাদের সঙ্গে কোনও জঙ্গি গোষ্টীর সম্পর্ক রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গোটা বিষয়টি জানিয়ে রাজ্য পুলিসকে রিপোর্ট পাঠাচ্ছে কর্ণাটক পুলিস। একইসঙ্গে যেভাবে এই ছ’জন বিনা বাধায় সীমান্ত পেরিয়েছে, তাতে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার কর্ণাটকের চিত্রদুর্গা শহরের হোলালকেরা রোড থেকে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করে স্থানীয় থানার পুলিস। জানা যায়, বেশ কয়েকবছর আগে অবৈধভাবে পশ্চিমবঙ্গ সীমান্ত অতিক্রম করে এই বাংলাদেশিরা এদেশে ঢোকে। বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল তারা। কর্ণাটকে তারা রয়েছে বছর দুয়েকের বেশি। সম্প্রতি এসেছিল চিত্রদুর্গায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় জাল আধার ও প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি এবং ভারতীয় পাসপোর্ট। জেরায় অভিযুক্তদের দাবি, তাদের আত্মীয় রয়েছে বনগাঁয়। সীমান্ত অতিক্রম করার পর বনগাঁয় আত্মীয়র কাছে আশ্রয় নেয়। সেখান থেকেই জোগাড় করে ভারতীয় ‘সাজা’র নানা পরিচয়পত্র। শংসাপত্রে অভিযুক্ত ছ’জনের আসল নাম ছিল না।  স্থানীয় এক দালাল মারফত তারা আধার  ও প্যান কার্ড তৈরি করে। এই নথি জমা করে তারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলে। জাল নানা পরিচয়পত্র নিয়েই তারা ভারতের পাসপোর্ট তৈরি করে। কর্ণাটক পুলিসের সন্দেহ,  বনগাঁর যে আত্মীয়ের কথা বলা হচ্ছে, তার নাগরিকত্ব নিয়েও সংশয় রয়েছে। তদন্তকারীদের অনুমান, এই ছয় বাংলাদেশির মতোই তারাও অবৈধ অনুপ্রবেশকারী। জেরায় ধৃতরা জানিয়েছে, তাদের হাত ধরে আরও অনেকেই বাংলাদেশ থেকে ভারতে এসেছে। তারাই এই সমস্ত বাংলাদেশি নাগরিকদের টাকার বিনিময়ে জাল নথি তৈরি করে দিয়েছে। সকলের গতিবিধি যথেষ্ট সন্দেহজনক। তারা এখানে কী কাজ করছিল, তা নিয়ে একেকজন একেরকম বয়ান দেওয়ায় কর্ণাটক পুলিসের সন্দেহ আরও বেড়েছে। অভিযুক্ত বাংলাদেশিরা যে আত্মীয়ের কথা বলেছে, তার বিষয়ে বিস্তারিত জানতে তারা এ রাজ্যের পুলিসের সঙ্গে যোগাযোগ করছে। একইসঙ্গে জাল নথি তৈরির চক্রে কারা জড়িত, তাও জানার চেষ্টা চলছে।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা