দেশ

সঙ্গিনীর খোঁজে ৩০০ কিমি পথ পেরিয়ে মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানায় ঢুকল বাঘ

নানদেদ, ১৯ নভেম্বর: খাদ্যের খোঁজে নয়, শুধুমাত্র সঙ্গিনীর খোঁজেই ৩০০ কিমি পথ অনায়াসেই পায়ে হেঁটে অতিক্রম করল জনি। না ইনি কোনও ব্যক্তি নন। জনি মহারাষ্ট্রের টিপেশ্বর অভয়ারণ্যের ছয় থেকে আট বছরের একটি পুরুষ বাঘ।  শুধুমাত্র সঙ্গিনীর খোঁজেই সেখান থেকে রওনা দিয়ে ঘন জঙ্গল, জাতীয় সড়ক, কৃষি জমি সবকিছু পেরিয়ে প্রায় ৩০০ কিমি পথ অতিক্রম করে পৌঁছে গেল তেলেঙ্গানায়।   
জানা গিয়েছে, গত অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে মহারাষ্ট্রের নানদেদ জেলার কিনওয়াত তালুকা থেকে যাত্রা শুরু করে সে। এরপর আদিলাবাদ ও নির্মল জেলা দিয়েই তেলেঙ্গানায় ঢোকে জনি। আদিলাবাদের বোয়াথ মণ্ডল নামক এলাকায় বাঘটি প্রথমে নজরে আসে বন দপ্তরের। আধিকারিকরা তখন থেকেই তাকে ট্র্যাক করতে শুরু করে দেয়।  কারণ জনির গলায় পরানো রয়েছে রেডিও কলার। তাই সহজেই তার গতিবিধি ধরা পড়ছে। জানা গিয়েছে, তেলেঙ্গানার নির্মল জেলার কুন্তলা, সারাঙ্গাপুর, মামাদা ও পেম্বি মণ্ডলের মতো এলাকাগুলি ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে বাঘটি। হায়দরাবাদ-নাগপুর এনএইচ-৪৪ জাতীয় সড়ক পেরিয়ে এখন সে চলেছে তেলেঙ্গানার তিরইয়ানি গ্রামের দিকে।
বন দপ্তর সূত্রে খবর, এটা কোনও অস্বাভাবিক ঘটনা নয়।  বাঘেদের প্রজননের জন্য এই সময়টিই আদর্শ।  তাই সঙ্গিনীর খোঁজে বেড়িয়ে পড়েছে জনি। ১০০ কিলোমিটার দূর থেকে পুরুষ বাঘ, বাঘিনীদের শরীরের গন্ধ পায়। তখনই কখনও কখনও দীর্ঘ পথ পাড়ি দিতেও দেখা যায় তাদের। জনির ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে বলে দাবি বিশেষজ্ঞদের।
13h 13m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা