দেশ

ধর্ষণের মামলায় আগাম জামিন পেলেন মালয়ালম অভিনেতা সিদ্দিকী

নয়াদিল্লি, ১৯ নভেম্বর: ধর্ষণের মামলায় সুপ্রিম কোর্টে আগাম জামিন পেলেন মালয়ালম অভিনেতা সিদ্দিকী। গত ২৪ সেপ্টেম্বর কেরল হাইকোর্টে অভিনেতার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আজ, মঙ্গলবার সিদ্দিকীকে আগাম জামিন দেয় দেশের শীর্ষ আদালত। তবে অভিনেতাকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁর পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। পাশাপাশি এদিন শুনানি চলাকালীন বিচারপতি বেলা এম ত্রিবেদী প্রশ্ন করেন, অভিনেত্রী কেন এতদিন চুপ করে ছিলেন? সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে কেন তাঁর ৮ বছর সময় লাগল? জবাবে নির্যাতিতা অভিনেত্রীর আইনজীবী জানান, হেমা কমিটির রিপোর্টই তাঁর মক্কেলকে সাহস প্রদান করে। তারপরই তিনি অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নেন। এরপর এদিনের শুনানি শেষে ধর্ষণ মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন পান মালয়ালম অভিনেতা সিদ্দিকী।
উল্লেখ্য, মালয়ালম ছবির দুনিয়ায় দীর্ঘদিন ধরেই যৌন হেনস্তা এবং বৈষম্যের অভিযোগ উঠছিল। মূলত সেই কারণেই হেমা কমিটি গঠন হয়। এরপর এই বছরের ১৯ আগস্ট এই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসে। অতীতে ঘটে যাওয়া সহ-অভিনেতাদের দ্বারা যৌন হেনস্তার বিষয়ে সামনে আনেন একাধিক মালয়ালম অভিনেত্রী এবং মহিলা টেকনিশিয়ানরা। প্রায় ১৭টি মামলা নথিভুক্ত হয়। যার ফলে দেশে রীতিমতো হইচই শুরু হয়। অভিনেতা সিদ্দিকীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন মালয়ালম এক অভিনেত্রী। প্রায় ৮ বছর পুরোনো যৌন হেনস্তা এবং ধর্ষণের মামলায় জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয় ৬১ বছরের সিদ্দিকীর বিরুদ্ধে। ওই অভিনেত্রীর অভিযোগ, ২০১৬ সালের জানুয়ারি মাসে ছবি সংক্রান্ত আলোচনার জন্য তিরুবনন্তপুরমের একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত অভিনেতা। পাশাপাশি অভিনেত্রী অভিযোগ তোলেন, সিদ্দিকী না কী নবাগতা অভিনেত্রীদের মালয়ালম ছবিতে কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে হোটেলে নিয়ে গিয়ে যৌন লালসা চরিতার্থ করতেন! অভিযোগ সামনে আসার পরই প্রায় ৩০০ ছবিতে কাজ করা সিদ্দিকী গত আগস্ট মাসে মালয়ালম মুভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন।
13h 13m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা