রাজ্য

জিআই তকমা পাওয়ার দৌড়ে বাংলার নলেন গুড়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের মরশুম শুরু হওয়ার মূহূর্তে বাংলার জন্য সুখবর। বিশ্ব দরবারে এবার স্থান পাওয়ার অপেক্ষায় বাংলার নলেন গুড়। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা পাওয়া জন্য এক ধাপ এগিয়ে গিয়েছে শীতের সুস্বাদু এই খাদ্যবস্তু। নলেন গুড়ের জিআই তকমা পাওয়ার বিষয়ে যাবতীয় নথিপত্র কলকাতায় বসে খতিয়ে দেখলেন দিল্লির প্রশাসনিক কর্তারা। রাজ্য প্রশাসনের কর্তাদের আশা, নলেন গুড়ের জিআই তকমা মিলবেই।
নদিয়ার মাজদিয়া সুপরিচিত খেজুর গাছের রস থেকে তৈরি নলেন গুড়ের জন্য। এখানকার গুড়ের সুনাম সর্বজনবিদিত। শীতের মরশুমে প্রত্যেকের ঘরে নলেন গুড় খাবারের তালিকায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হিসেবে স্থান করে নেয়। তাছাড়া বাংলার এই গুড়ের ইতিহাসও প্রাচীন। খেজুর গাছের রস সংগ্রহ থেকে গুড় তৈরি, তা বাজারজাত করা এবং সাধারণের ঘরে পৌঁছে দেওয়ার কাজে বিরাট সংখ্যক কর্মসংস্থান হয়। গুরুত্বপূর্ণ হল, খেজুর চাষের উপর ইদানীং চাষিরা জোর দিয়েছেন। চাষ করে আর্থিক দিক থেকেও লাভবান হচ্ছেন। এসব দিক বিচার-বিশ্লেষণ করে বাংলার নলেন গুড়ের জিআই তকমা পাওয়ার জন্য আবেদন করে রাজ্য। প্রয়োজনীয় নথি সামগ্রী জমা দেয়। তার ভিত্তিতে কেন্দ্রের তরফে পর্যালোচনা করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস রেজিস্ট্রি মন্ত্রকের প্রশাসনিক কর্তারা কলকাতায় আসেন। রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক হয়। প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। এছাড়াও দিল্লি থেকে কেন্দ্রের প্রশাসনিক কর্তারা ভিডিও কনফারেন্সে ছিলেন। সবদিক বিচার-বিশ্লেষণ করা হয়েছে। কয়েকটি পরীক্ষামূলক কাগজপত্র চাওয়া হয়েছে রাজ্যের কাছ থেকে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাগজপত্র জমা দেওয়া হবে বলে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন। নলেন গুড়ের জিআই তকমা পাওয়ার বিষয়ে যাবতীয় রিসার্চ ও তথ্য তৈরি করেছেন অধ্যাপক দিব্যেন্দুবিকাশ দত্ত। তাঁর বক্তব্য, আর এক ধাপ অপেক্ষা। আমাদের আশা, নলেন গুড় জিআই তকমা পাবেই। খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ বলেন, শীতের মরসুমে নলেন গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। আগামী দিনে এই গুড়ের বাণিজ্যিকিকরণ নিয়ে বেশ কিছু চিন্তাভাবনা রয়েছে। ২৫০ ও ৫০০ গ্রাম ওজনের কাচের বোতলে বিক্রির পরিকল্পনা রয়েছে। ফলে জিআই স্বীকৃতি মিললে আরও সুবিধা হবে।
জিআই স্বীকৃতি পাওয়ার দৌড়ে রয়েছে কোচবিহারের শীতলপাটি, বাংলার সাবাই ঘাস, কনকচূড় চাল, নলেন গুড়ের সন্দেশ, চন্দননগরের জলভরা সন্দেশ, কামারপুরুর সাদা বোঁদে, বিষ্ণুপুরের মতিচূড় লাড্ডু সহ ১৭টি সামগ্রী। সবগুলি নিয়ে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যালোচনা হবে।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা