রাজ্য

দুর্যোগে পাঠানো যাবে লিখিত বার্তা, ইসরোর প্রযুক্তির বিশেষ যন্ত্র ট্রলারে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মাছ ধরার ট্রলারগুলিতে লাগানো হবে ‘টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার’ নামে অত্যাধুনিক একটি যন্ত্র। এতে ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে মৎস্যজীবীরা মাছ ধরতে বেরিয়ে কোনও বিপদে পড়লে লিখিত বার্তা পাঠাতে পারবেন। কেন্দ্রীয়ভাবে একটি অফিস প্রস্তুত করা হবে যেখানে সমস্ত বার্তা ও তথ্য আসবে। সেই অফিস থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের। শুধু তাই নয়, এই অফিসে বসে আধিকারিকরাও মৎস্যজীবীদের বার্তা পাঠাতে পারবেন। কোনও ট্রলার যদি ভারত-বাংলাদেশ জল সীমানা পার করার চেষ্টা করে, তাও এবার ধরা পড়ে যাবে এই প্রযুক্তির সৌজন্যে। কারণ, জল সীমানায় দ্রাঘিমাংশ ও অক্ষাংশ ধরে ‘জিও ফেন্সিং’ করে রাখা থাকবে। তার সঙ্গে সেন্সরের মাধ্যমে যুক্ত থাকবে ট্রলারে বসানো যন্ত্রটি। যে মুহূর্তে ট্রলার জলসীমা পার করতে যাবে, কেন্দ্রীয় অফিসে তখনই আল্যার্ম বেজে উঠবে। মঙ্গলবার এই যন্ত্র নিয়ে মৎস্যজীবীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, অতিরিক্ত মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ সহ অন্যান্য আধিকারিক। প্রথম পর্যায়ে ৫০০টি এই যন্ত্র বসবে ট্রলারে। তার মধ্যে ৩০০টি দক্ষিণ ২৪ পরগনায় এবং বাকি ২০০টি পূর্ব মেদিনীপুরে। আগামী বছর বাকি ট্রলারের জন্য কেনা হবে এই ‘টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার’। মৎস্য বিভাগের আধিকারিকরা বলেন, ‘প্রযুক্তি উন্নত হয়েছে। তার সঙ্গে তাল মিলিয়ে ট্রলারগুলিতে বসানো হচ্ছে নতুন যন্ত্র। এটি মৎস্যজীবীদের নানাভাবে সাহায্য করবে।’ -নিজস্ব চিত্র
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা