খেলা

আত্মবিশ্বাসই অস্ত্র, জানালেন বুমরাহ, শুক্রবার পারথ টেস্ট শুরু, যশস্বীর অস্বস্তি নিয়ে জল্পনা

পারথ: কন্ডিশন যত কঠিনই হোক, আত্মবিশ্বাসই মন্ত্র হয়ে উঠছে টিম ইন্ডিয়ার। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের বাইশ গজে থাকছে পেস ও বাউন্সের চ্যালেঞ্জ। এমনিতেই পারথের উইকেট অস্ট্রেলিয়ার দ্রুততম। ওয়াকা স্টেডিয়ামের মতো অপ্টাসের পিচও তৈরি একই ধরনের মাটি দিয়ে। ফলে ঘাসেভরা পিচ অ্যাসিড টেস্টে ফেলতে চলেছে রোহিত শর্মা, শুভমান গিল বিহীন ভারতকে। তবে এই টেস্টের অধিনায়ক যশপ্রীত বুমরাহ জোর দিচ্ছেন আত্মবিশ্বাসে। এক সাক্ষাৎকারে তাঁর সাফ কথা, ‘কন্ডিশন যেমনই হোক না কেন, নিজের উপরে আস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা তাতেই গুরুত্ব দিচ্ছি। দলের মধ্যে সেই আলোচনাই হচ্ছে। নিজেদের প্রস্তুতির উপর ফোকাস রাখাই তৈরি হওয়ার সেরা উপায়। তখন কোনও অবস্থাতেই অসুবিধা হয় না।’
প্রথম টেস্টের মঞ্চে সোমবারই ছিল ভারতীয় দলের প্রথম নেট। আর সেখানে তিন ঘণ্টার পুরোদমে অনুশীলনের মধ্যেও ফুরফুরে মেজাজে দেখা গেল ক্রিকেটারদের। স্লিপে দাঁড়ানো সরফরাজ খানের কাচ ধরার ভঙ্গিতে  হেসে লুটোপুটি হলেন বিরাট কোহলি, ঋষভ পন্থরা। পন্থ হাসি চাপতে না পেরে গড়াগড়িই দিয়ে ফেললেন ঘাসে। আর ভিকে মশা মারার ভঙ্গিমা করে দেখালেন যে এভাবেই ক্যাচটা ধরা হয়েছে!
হাসি, মজার পাশাপাশি অবশ্য ছিল নিবিড় মনোসংযোগ। অপ্টাসে এদিনের নেটে প্রথমে ব্যাট করতে গেলেন লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল। তারপর জোড়ায় জোড়ায় দেবদূত পাদিক্কালের সঙ্গে কোহলি এবং পন্থের সঙ্গে জুরেল। যাতে স্পষ্ট ইঙ্গিত যে ব্যাটিং অর্ডারে এই ছয়জন থাকছেন পরপর। অর্থাৎ, অভিমন্যু ঈশ্বরণের জায়গা হচ্ছে না। সরফরাজও থাকছেন এগারোর বাইরে। নেটে সবচেয়ে স্বচ্ছন্দ দেখানো জুরেলই বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে নামছেন ছয়ে। আর প্রাথমিক স্কোয়াডের বাইরে থাকলেও পাদিক্কালকেই ভাবা হচ্ছে গিলের বিকল্প হিসেবে। ভারত ‘এ’ দলের হয়ে ব্যাট হাতে নজর কাড়ার পর নেটেও আত্মবিশ্বাসী দেখাল বাঁ-হাতিকে। তবে অনুশীলনের ফাঁকে যশস্বীর ঘাড়ের পিছনে ফিজিওর ম্যাসাজের ছবি কিছুটা অস্বস্তি আনছে। এমনিতেই চোটের জন্য এই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন গিল। যশস্বীর চোট হয়েছে কিনা বা হলেও তা কতটা গুরুতর, তা পরিষ্কার নয়। তবে ছবি থেকে স্পষ্ট যে ঘাড়ে অস্বস্তি হচ্ছে তাঁর।
অস্ট্রেলিয়ার প্রথম এগারোয় রয়েছেন তিনজন বাঁ-হাতি ব্যাটার। তাঁরা হলেন উসমান খাওয়াজা, ট্রাভিস হেড ও অ্যালেক্স কেরি। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের খেলার সম্ভাবনা তাই যথেষ্ট। তাছাড়া ব্যাট করলেও রবীন্দ্র জাদেজাকে হাত ঘোরাতে দেখা গেল না নেটে। বরং টানা ৪৫ মিনিট ধরে বল করলেন অ্যাশ। এই সিরিজে উপভোগ্য হতে চলেছে নাথান লিয়ঁর সঙ্গে তাঁর টক্কর। আভাস যা মিলছে, তাতে পারথে টেস্ট অভিষেক হতে পারে অলরাউন্ডার নীতীশ রেড্ডির। নেটে তাঁকে নিয়েই কার্যত পড়ে রইলেন বোলিং কোচ মর্নি মর্কেল। চতুর্থ পেসার হিসেবে তাঁর কাছে নিখুঁত লাইন-লেংথে দশটা ওভার চাওয়া হচ্ছে। নীতীশের সঙ্গেই অভিষেকের সম্ভাবনা দিল্লির পেসার হর্ষিত রানার। তবে নেটে প্রসিদ্ধ কৃষ্ণাকেও তীক্ষ্ণ দেখাচ্ছে। এদিন তো খোঁচা দেওয়ার পর তাঁর কাঁধে হাত রেখে পরামর্শও দিলেন কোহলি। নতুন বল হাতে অধিনায়কের সঙ্গে আক্রমণ শুরু করবেন অবশ্যই মহম্মদ সিরাজ। পারথের আবহাওয়া অবশ্য কিছুটা চিন্তায় রাখছে। ভারতের অনুশীলনের শেষের দিকে নামল বৃষ্টি। ফলে বাতিল হল প্যাট কামিন্সদের অনুশীলন। এমন আবহাওয়া নিশ্চিতভাবেই ব্যাটারদের সমস্যা বাড়াবে। তবে বুমরাহ তো বলেই দিয়েছেন, ভারত যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা