খেলা

বিদায়ী টুর্নামেন্টে চোখে জল নাদালের

মালাগা: তিনি কোর্টে নামতেই জয়ধ্বনি শুরু গ্যালারিতে। স্পেনের জাতীয় সঙ্গীতের সময় কিংবদন্তির চোখের কোণ চিকচিকে। বিদায়ী টুর্নামেন্টে রাফায়েল নাদালকে ঘিরে মুঠো মুঠো আবেগের বিস্ফোরণ। কেরিয়ারের গোধূলিতে তিনিও বিষন্ন। তবে নেদারল্যান্ডসের বটেকের বিরুদ্ধে লড়েও শেষরক্ষা হল না নাদালের। প্রায় পৌনে তিন ঘণ্টার টানটান ম্যাচে শেষ হাসি হাসলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮০ নম্বরে থাকা বটেক। এদিন ম্যাচের ফল ৬-৪, ৬-৪। গোটা ম্যাচে আটটি ‘এস’ সার্ভিসে করেন নাদালের ডাচ প্রতিপক্ষ। মাঝেমধ্যে দুরন্ত ফোরহ্যান্ড, ক্রসকোর্ট শটে ঝলসে উঠল নাদালের র‌্যাকেট। তবে দুরন্ত বটেককে টেক্কা দিতে তা যথেষ্ট 
ছিল না। 
এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়বেলায় আবেগাপ্লুত সুইস কিংবদন্তি রজার ফেডেরার। সামাজিক মাধ্যমে করা তাঁর পোস্ট হৃদয় ছুঁয়ে গেল টেনিস সার্কিটের। উল্লেখ্য, খেলোয়াড়ি জীবনে ৪০বার একে অপরের মুখোমুখি হয়েছেন নাদাল-ফেডেরার। জয়ের পাল্লা ভারি স্প্যানিশ মহাতারকারই। ২৪টি ম্যাচে হাসি মুখে কোর্ট ছেড়েছেন তিনি। বাকি ১৬ ম্যাচে জিতেছেন ফেডেক্স। তবে হাড্ডাহাড্ডি এই প্রতিদ্বন্দ্বিতার ছাপ কখনও পড়েনি কোর্টের বাইরে। দু’জনের বন্ধুত্বের গভীরতার প্রমাণ মিলেছিল সুইস মহাতারকার বিদায়ী ম্যাচে। ফেডেরার লিখেছেন,‘শুভেচ্ছার জোয়ারে তুমি ভেসে যাওয়ার আগে কিছু বলতে চাই। তোমার বিরুদ্ধে  অনেক ম্যাচ খেলেছি। ফোরহ্যান্ড রিটার্ন আর নেট-প্লে মুগ্ধ করেছে।’ 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা