কলকাতা

জোকা-এসপ্ল্যানেড মেট্রো নিয়ে জটিলতা কাটল, সরছে বাসস্ট্যান্ড ও বিসি রায় মার্কেট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনিশ্চয়তা কাটল জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের। কয়েকমাস আগে এই ‘অনিশ্চয়তা’ তৈরি করেছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার (জিএম) পি উদয়কুমার রেড্ডি নিজেই। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছিলেন, এই রুটে এসপ্ল্যানেডে প্রস্তাবিত স্টেশন নির্মাণের অনুমতি বাতিল করেছে সেনাবাহিনী। তারপরই জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডর ঘিরে চূড়ান্ত সংশয় তৈরি হয়েছিল। রেল সূত্রের দাবি, প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি ধর্মতলার প্রাণকেন্দ্রে তিনটি মেট্রো লাইনের মিলনস্থল (জংশন) তৈরির সবুজ সংকেত দিয়েছে। এক্ষেত্রে ধর্মতলার সরকারি বাসস্ট্যান্ড (এল-২০) ও বিধানচন্দ্র (বিসি) রায় মার্কেট অন্যত্র স্থানাম্তরিত হতে চলেছে। এ বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করতে সরকারি স্তরে সোমবার যৌথ পরিদর্শন সারা হয়। সেখানে হাজির ছিলেন রেল, মেট্রো, পুরসভা, পরিবহণ দপ্তর, লালবাজার সহ একাধিক সংস্থার প্রতিনিধিরা। সেখানেই বিসি রায় মার্কেট এবং বাসস্ট্যান্ডের নয়া ঠিকানা স্থির হয়েছে।
এ প্রসঙ্গে মেট্রো রেলের এক শীর্ষকর্তা বলেন, রেলের অদক্ষ কিছু অফিসারের জন্য এই প্রকল্পের কাজ দীর্ঘ সময় আটকে থাকল। কেন্দ্রীয় সরকারের একটি মন্ত্রককে (প্রতিরক্ষা) বুঝিয়ে জনস্বার্থে মেট্রো চালুর বিষয়টি উপযুক্তভাবে উত্থাপন করতে ভুল হয়েছিল। সেই কারণে এই জট তৈরি হয়েছিল। আশা করা যায় তা খুলে গিয়েছে। সোমবার পরিদর্শনে আমরা ঠিক করেছি, অস্থায়ীভাবে ধর্মতলার এল-২০ বাসস্ট্যান্ড রাস্তার উল্টোদিকে রানি রাসমণি রোডে স্থানান্তরিত হবে। বর্তমানে ওই অংশ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ঘিরে রাখা হয়েছে। প্রায় ৪ লাখ বর্গমিটার এলাকায় সেখানে প্রস্তাবিত বাসস্ট্যান্ড গড়ে উঠবে। মেট্রোর কাজ শেষ হয়ে গেলে তা পুরনো জায়গায় ফিরে আসবে। অন্যদিকে, বিসি রায় মার্কেট আরও দক্ষিণ দিকে সরে গিয়ে মাউন্টেড পুলিস তথা প্রেস ক্লাবের সামনের জায়গায় গড়ে উঠবে। সূত্রের দাবি, এটি স্থায়ী কাঠামোয় তৈরি হবে। বর্তমান বিসি রায় মার্কেটের ওই জায়গায় জংশন স্টেশনে যাত্রী ওঠানামার গেট তৈরি হবে। উল্লেখ্য, নর্থ-সাউথ, ইস্ট-ওয়েস্ট এবং জোকা-এসপ্ল্যানেড এই তিনটি রুটের মেট্রো ধর্মতলায় মিলিত হবে। বিসি রায় মার্কেটের তলায় সাবওয়ের মাধ্যমে তিনটি রুটের যাত্রীরা নিজেদের পছন্দমতো লাইন বদল করে গন্তব্যে পৌঁছতে পারবেন। এই মুহূর্তে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত রুটে যাত্রীরা মেট্রো পরিষেবা পাচ্ছেন। তবে আগামী পাঁচ বছরেও জোকা মেট্রো এসপ্ল্যানেডে পৌঁছবে কি না, সেবিষয়ে নিশ্চিত নন রেলকর্তারা।      
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা