কলকাতা

ফোরশোর রোড থেকে বেআইনি পার্কিং সরল, বসান হল সাইনবোর্ড

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত শনিবার রাতে হাওড়ার ফোরশোর রোডের এক ক্রসিংয়ে বেআইনিভাবে পার্কিং করে রাখা ডাম্পারের পিছনে দ্রুতগতিতে আসা একটি চারচাকার গাড়ি ধাক্কায় মৃত্যু হয়েছিল তিনজনের। মর্মান্তিক সেই দুর্ঘটনার পরেই ফোরশোর রোড ও জগৎ ব্যানার্জি ঘাট রোডে বেআইনি পার্কিং হঠাতে তৎপর হয়েছে পুলিস। গুরুত্বপূর্ণ এই রাস্তার দু’টি লেনেই বসানো হয়েছে নো পার্কিংয়ের সাইনবোর্ড। 
জি টি রোড ও ফোরশোর রোডকে যুক্ত করেছে জগৎ ব্যানার্জি ঘাট রোড। এই রাস্তার একপাশে রয়েছে নামকরা একটি মল এবং অন্যদিকে হাওড়া সিটি পুলিসের ডিসি সেন্ট্রালের অফিস। রাস্তাটি যেখানে ফোরশোর রোডে গিয়ে মিশেছে, সেখান থেকেই একটি রাস্তা চলে গিয়েছে শালিমার স্টেশনের ইয়ার্ডের দিকে। মূলত কোল ডিপো থাকায় এবং বিভিন্ন ধরনের ভারী মালপত্র লোডিং আনলোডিংয়ের জন্য ফোরশোর রোডের ওই ক্রসিংয়ে রাত গভীর হলেই সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে বড় বড় ট্রেলার ও ডাম্পার। নো-পার্কিং জোন হওয়া সত্ত্বেও প্রশাসনের চোখের সামনেই বহাল তবিয়তে রাস্তার পাশে গাড়িগুলি দাঁড় করিয়ে রাখে চালকরা। গত শনিবার রাতে এমনই একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে চারচাকার একটি গাড়ি। স্থানীয়দের অভিযোগ, রাতে ওই ক্রসিংয়ে লোকমান্য তিলক পার্কের সামনে রাস্তার প্রায় অর্ধেক জুড়ে দাঁড়িয়ে থাকে ট্রেলারগুলি। পুলিসকে দীর্ঘদিন বলেও কোনও লাভ হয়নি।
মঙ্গলবার সকালেই দেখা গেল, হাওড়া সিটি পুলিসের তরফে জগৎ ব্যানার্জি ঘাট রোডের দু’টি লেনে পরপর বসানো হয়েছে নো পার্কিংয়ের সাইনবোর্ড। শুধু তাই নয়, রাত বাড়তেই পুলিসি টহলদারির ছবিটাও সামনে এসেছে। অন্যান্য দিন সন্ধ্যার পরেই দু’-চারটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকত। এদিন সেই ছবি ছিল একেবারে আলাদা। প্রশস্ত রাস্তায় বেআইনি পার্কিং না থাকার কারণে যানজটের সমস্যাও উধাও। বিষয়টি নিয়ে হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘কোল ডিপোর ট্রেলারগুলি যাতে মূল সড়কে দাঁড়িয়ে না থাকে, সেদিকে নজর রাখা হচ্ছে। কোনও ধরনের বেআইনি পার্কিং বরদাস্ত করা হবে না।’
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা