কলকাতা

নুঙ্গি শ্মশানের বৈদ্যুতিক চুল্লি দ্রুত সংস্কারের দাবি

সংবাদদাতা, বজবজ: মহেশতলা পুরসভার নুঙ্গি শ্মশানের বৈদ্যুতিক চুল্লির দ্রুত সংস্কার প্রয়োজন। অন্যথায় যে কোনও সময় এটি বিকল হয়ে যেতে পারে।  সেক্ষেত্রে সৎকারের কাজে সমস্যায় পড়তে হবে এই অঞ্চলের প্রচুর মানুষকে। তাই দ্রুত এদিকে নজর দেওয়া হোক। এই মর্মে নুঙ্গি শ্মশান কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে পুর কর্তৃপক্ষকে। পুরসভার এক আধিকারিক ওই চিঠির কথা স্বীকারও করেছেন।
ওই আধিকারিক বলেন, বিষয়টি নজরে আসতেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুর আধিকারিকের কথায়, আকড়াতে পুরসভার আরও একটি বৈদ্যুতিক চুল্লি আছে। এটা যদিও বা কখনও সাময়িক বন্ধ হয়ে যায়, তা হলে আকড়া শ্মশান কাজ চালিয়ে দিতে পারবে। তিনি অবশ্য স্বীকার করেছেন, বৈদ্যুতিক চুল্লি একমাস টানা চালানোর পর এর সংস্কার প্রয়োজন হয়। তখন এটি বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়। না হলে চুল্লির ভিতরে তাপ ধরে রাখার জন্য বিশেষ ধরণের ফায়ার ব্রিক ক্ষয়ে যায়। এছাড়াও যে কয়েল থাকে, তা ক্ষতিগ্রস্থ হতে পারে। ফায়ার ব্রিকের তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা কমে যাওয়ার বিপদ হল দেহ আধপোড়া হয়ে যাবে। এজন্য একমাস অন্তর তা বন্ধ করে রক্ষণাবেক্ষণ জরুরি।
সমস্যা হল, মহেশতলার নুঙ্গি এবং আকড়া– দু’টি শ্মশানেই একটি করে বৈদ্যুতিক চুল্লি। উভয় জায়গাতে আরও একটি করে চুল্লি থাকলে একমাস অন্তর একটি বন্ধ করে অন্যটি চালানো যেতে পারত। বজবজ পুরসভার দু’টি চুল্লি থাকায় এই সুযোগ রয়েছে। তাই সেখানে একমাস অন্তর একটি বন্ধ করে অন্যটি চালানো হয়। মহেশতলাতে সেই সুযোগ নেই। সেই কারণে নুঙ্গি শ্মশানের চুল্লি সাত মাস ধরে টানা চলছে। ফলে তার স্বাস্থ্য খুব খারাপ হতে বাধ্য। মহেশতলা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (আলো) আতিবুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে। স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস হালদার বলেন, কেএমডিএর বিশেষজ্ঞরাই চুল্লির রক্ষণাবেক্ষণ করেন। কিছুদিন আগে আকড়ার চুল্লির সংস্কার হয়েছে। এবার নিশ্চয়ই নুঙ্গিরটা হবে।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা