কলকাতা

সাগর দত্ত হাসপাতালে এসে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছে, দাবি রোগী পরিবারের 
 

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রোগীদের লম্বা লাইন। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় নোংরা মেঝেতেই বসে পড়েছেন কেউ কেউ। শৌচালয়ে কাদার পুরু আস্তরণ। চিকিৎসা বর্জ্যে পরিপূর্ণ বেশিরভাগ অংশ। সিঁড়িতে মানুষ ও কুকুরের মল যত্রতত্র। কোথাও আবার যাতায়াতের রাস্তা ভাসছে নর্দমা উপচে আসা নোংরা জলে। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালজুড়ে অব্যবস্থার এমনই বহু উদাহরণ ছড়িয়ে রয়েছে। ক্ষোভ বাড়ছে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের। পরিকাঠামোর এই বেহাল দশায় তিতিবিরক্ত হাসপাতালের চিকিৎসক ও নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা। কর্তৃপক্ষের তরফে অবশ্য দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর মহকুমা ছাড়াও গঙ্গার ওপারে হুগলি-হাওড়া জেলার একাংশের লক্ষাধিক মানুষ সাগর দত্ত মেডিক্যাল কলেজের উপর নির্ভরশীল। প্রতিদিন কয়েক হাজার মানুষ চিকিৎসা পরিষেবা নিতে হাজির হন। কিন্তু হাসপাতালের পরিকাঠামোর এই দৈন্যদশায় চিকিৎসক থেকে শুরু করে রোগী পরিবারের সদস্যরা তিতিবিরক্ত। এভাবে একটি হাসপাতাল চলতে পারে, ভেবেই অবাক হচ্ছেন অনেকে। হাসপাতালের ওপিডি বিল্ডিংয়ে মহিলা ও পুরুষের পৃথক শৌচালয়ের হাল কোনও বাসস্ট্যান্ডের রক্ষণাবেক্ষণহীন শৌচালয়কেও লজ্জা দেবে। কালো কাদার অস্তরণ পুরো শৌচালয়ের মেঝেতে। তার মধ্যেই উল্টে রয়েছে সার্জিক্যাল বর্জ্যের ডাস্টবিন। তার মধ্যে বসে আছে কুকুরছানা। দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে আশপাশে থাকা লোকজনের। একতলার অর্থোপেডিক বিভাগের সামনেও লম্বা লাইন। অথচ বসার জন্য চেয়ার বা বেঞ্চ নেই। ছোট শিশু ও বয়স্করা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়ছেন নোংরা মেঝেতে। ওপিডি বিল্ডিয়ংয়ের বিভিন্ন তলায় ছড়িয়ে রয়েছে সার্জিক্যাল বর্জ্য। একেবারে চারতলায় পেডিয়াট্রিক বিভাগের মেঝেতে মানুষে মল পড়ে রয়েছে। ওপিডি বিল্ডিংয়ের পিছনের সিঁড়ি বন্ধ রয়েছে নীচ থেকে। কিন্তু উপর থেকে সিঁড়ি দিয়ে নেমে আসা যায় অনেকটা। সেই সিঁড়ি যেন উন্মুক্ত শৌচালয়ের চেহারা নিয়েছে। অভিযোগ, দিনের পর দিন এই পরিস্থিতি চললেও কারও কোনও হেলদোল নেই। হাসপাতালের ইমার্জেন্সি থেকে পুকুরপাড়ের রাস্তা ধরে আউটডোরের দিকে এগলে নর্দমার জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে। কয়েক মাস ধরে এই পরিস্থিতি চলছে বলে জানালেন এক স্বাস্থ্যকর্মী। রোগী পরিবারের সদস্য পীযুষ বিশ্বাস, সাবিনা বেগমরা বলেন, ‘শৌচালয়ে সুস্থ মানুষ ঢুকলে অসুস্থ হয়ে পড়বে। নর্দমার জল ডিঙিয়েই হাঁটতে হচ্ছে। চরম বিপদ ছাড়া এখানে আর কে আসবে বলুন! এখানে রোগী দেখাতে এসে বাড়ির সুস্থ লোকও রোগ নিয়ে বাড়ি ফিরছে।’ হাসপাতালের সুপার সুজয় মিস্ত্রি বলেন, ‘হাসপাতালে নির্মাণকাজ চলছে। তাই ড্রেনের সমস্যা হয়েছে। আমরা নির্মাণকারী সংস্থাকে বিষয়টি জানিয়েছি। ওপিডি অপরিষ্কার থাকার কথা নয়। পর্যাপ্ত কর্মী রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ -নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা