কলকাতা

দূষণের অভিযোগ, পোল্ট্রি ফার্মে তালা ঝুলিয়ে বিক্ষোভ

সংবাদদাতা, কল্যাণী: পরিবেশ দূষণের অভিযোগ তুলে মঙ্গলবার কল্যাণী শহরের ১৮ নম্বর ওয়ার্ডে থাকা পোল্ট্রি ফার্মের বাইরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ফার্মের গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা। পরে কল্যাণী থানার পুলিস পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
জানা গিয়েছে, সরকারি ওই জায়গায় পিপিপি মডেলে গড়ে উঠেছে পোল্ট্রি ফার্মটি। সেখানে রোজ লক্ষাধিক ডিম উৎপাদন হয়। স্থানীয়দের অভিযোগ, সেই পোল্ট্রি ফার্ম থেকে দুর্গন্ধ ছড়ায় বিস্তীর্ণ এলাকাজুড়ে। কল্যাণী সহ পাশের জেলা উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া, হালিশহরের কিছু অংশেও ছড়িয়ে পড়ে সেই দুর্গন্ধ। এমনকী পোল্ট্রির পালকও ছড়িয়ে পড়ছে বাতাসে। এতে রোগ ছড়াচ্ছে। সমস্যায় পড়েছে ওই এলাকার প্রায় সাড়ে তিনশো পরিবার। এর সমাধান চেয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে ঠিক হয়, আজ, বুধবার মহকুমা শাসকের দপ্তরে স্থানীয় বাসিন্দা এবং ওই সংস্থার প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হবে সমস্যা নিয়ে। এই আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ উঠে যায়। 
স্থানীয় এক বাসিন্দা সুজয় শিকদার বলেন, এর আগেও বিষয়টি প্রশাসন সহ ওই সংস্থাকে জানানো হয়েছিল। কিন্তু এখনও একই সমস্যা রয়েছে। গন্ধের চোটে টেকা দায় হয়ে গিয়েছে আমাদের। অন্যদিকে, ওই প্ল্যান্টের ম্যানেজার দীপক মাইতি বলেন, এই বিষয়ে আমার কিছু বলার 
নেই।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা