খেলা

রোনাল্ডোহীন পতুর্গালকে রুখে শেষ আটে ক্রোটরা

মাদ্রিদ: আগেই নিশ্চিত হয়ে গিয়েছে শেষ আটের টিকিট। তাই নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-ব্রুনো ফার্নান্ডেজ সহ একাধিক ফুটবলারকে বিশ্রাম দেন কোচ রবার্তো মার্তিনেজ। আর তাতেই ছন্দপতন। সোমবার ক্রোয়েশিয়ার কাছে আটকে গেল পর্তুগাল। অ্যাওয়ে ম্যাচে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ তারা। ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে। ঘরের মাঠে রোনাল্ডোহীন পর্তুগালকে রুখে টুর্নামেন্টের শেষ আটের টিকিট নিশ্চিত করলেন লুকা মডরিচরা। ম্যাচে পর্তুগিজদের হয়ে জাল কাঁপান হোয়াও ফেলিক্স। ক্রোয়েশিয়ার গোলদাতা জোসকো গভারদিওল। অ্যাওয়ে ম্যাচে ড্র করলেও ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে পৌঁছল পর্তুগাল। আর সমসংখ্যক ম্যাচে ক্রোটদের সংগ্রহ ৮ পয়েন্ট। গ্রুপের অপর ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারাল স্কটল্যান্ড।
দিনের অপর ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল স্পেন। ম্যাচের সংযোজিত সময়ে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে তিন পয়েন্ট নিশ্চিত করেন ব্রায়ান জারাগোজা। এছাড়া ম্যাচে বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন এরেমি পিনো ও ব্রায়ান গিল। সুইসদের দুই গোলদাতা যথাক্রমে জোয়েল মন্তেরিও ও আন্দি জেরেকি। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে পৌঁছল লুইস ডে লা ফুয়েন্তের ছেলেরা।
এদিকে, নেশনস লিগে দ্বিতীয় জয়ের মুখ দেখল ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার শেষে থাকা সান মারিনো। টুর্নামেন্টের দুই পর্বেই লিচেনস্টেইনকে বশ মানাল তারা। এর আগে অ্যাওয়ে ম্যাচে জয়ের মুখ দেখেনি সান মারিনো। সোমবার ৩-১ গোলে জিতে আগামী মরশুমে নেশনস লিগের লিগ-সি’তে খেলার যোগ্যতা অর্জন করল র‌্যাঙ্কিংয়ের ২১০তম স্থানে থাকা দেশটি।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা