রাজ্য

চার রাজ্যের ১৫টি বিধানসভা আসনে উপ নির্বাচন আজ, নজরে উত্তরপ্রদেশের নয় আসন

নয়াদিল্লি: আজ, বুধবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। তার সঙ্গেই বিভিন্ন রাজ্যে উপ নির্বাচনও অনুষ্ঠিত হতে চলেছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের মোট ১৪টি আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি নয়টি বিধানসভা আসনে উপ নির্বাচন। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপিকে ধাক্কা দিয়েছিল বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’। উপ নির্বাচনে ফের মুখোমুখি হচ্ছে বিজেপি ও ইন্ডিয়া। জোটধর্ম মেনে উপ নির্বাচনে নয়টি আসনের একটিতেও প্রার্থী দেয়নি কংগ্রেস। প্রতিটি আসনেই লড়াই করছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কংগ্রেস তাদের সমর্থন করছে। অন্যদিকে, মায়াবতীর বহুজন সমাজ পার্টি প্রতিটি আসনেই প্রার্থী দিয়েছে। আসাদউদ্দিন ওয়াইসির দল মিম লড়াই করছে তিনটি আসনে। যে নয়টি আসনে উপ নির্বাচন হচ্ছে, তার মধ্যে চারটি করে আসন ছিল সমাজবাদী পার্টি ও বিজেপির। আর এনডিএ শরিক রাষ্ট্রীয় লোকদলের দখলে ছিল একটি আসন। ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির দখলে রয়েছে ২৫১টি আসন। তাই উপ নির্বাচনের ফল বিধানসভার সমীকরণে সেভাবে প্রভাব ফেলবে না। কিন্তু পরবর্তী নির্বাচনের আগে একে ‘অ্যাসিড টেস্ট’ হিসেবেই দেখতে চাইছে সব দল। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’ ৪৩টি আসন দখল করেছিল। জয়ের সেই ধারা ধরে রাখতে বদ্ধপরিকর বিরোধী জোট।
উত্তরপ্রদেশের পাশের রাজ্য উত্তরাখণ্ডের কেদারনাথ বিধানসভা আসনেও উপ নির্বাচন। ওই আসনে বিজেপি ও কংগ্রেসের সরাসরি লড়াই। বিজেপির সামনে কেদারনাথ আসনটি ধরে রাখাই এবার চ্যালেঞ্জ। অন্যদিকে বদ্রীনাথের পর আরও এক দেবভূমি কেদারানথেও বিজেপিকে ধাক্কা দিতে চাইছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কাজের কথা বলেই কেদারনাথে প্রচার চালিয়েছে বিজেপি। দলের একাধিক শীর্ষ নেতা সেখানে প্রচারে গিয়েছেন। অন্যদিকে, বদ্রীনাথ আসনে জয়ের পর কেদারনাথ নিয়েও আশাবাদী হাত শিবির। অনুন্নয়ন, গত জুলাইয়ে চারধাম যাত্রার সময় বিপর্যয় সহ একাধিক ইস্যুতে প্রচার চালিয়েছে কংগ্রেস। বুধবার পাঞ্জাবেও চারটি আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই আসনগুলির বিধায়করা লোকসভা নির্বাচনে অংশ নেওয়ায় সেগুলি ফাঁকা হয়েছিল। চারটি আসনে মোট ৪৫ জন প্রার্থী লড়াই করছেন। পাঞ্জাবে কংগ্রেস ও আপের মুখোমুখি লড়াই। চারটি আসনের মধ্যে কংগ্রেসের দখলে ছিল তিনটি, একটি ছিল আপের দখলে। পঞ্চনদের দেশে ক্ষমতায় আসার দেড় বছর পর আপের জনপ্রিয়তা কতটা বৃদ্ধি পেয়েছে, তা এই উপ নির্বাচনে স্পষ্ট হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কেরলের পালাক্কারেও আজ ভোট। এখানকার কংগ্রেস বিধায়ক লোকসভায় নির্বাচিত হওয়ায় উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, ১৩ নভেম্বর রাজস্থানের সাতটি আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই সাতটি আসনেই বিজেপি জিতবে বলে মঙ্গলবার দাবি করেছেন রাজস্থানের বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোর। তাঁর দাবি, কংগ্রেস বিভাজনের রাজনীতিতেই ব্যস্ত। মানুষ বুঝতে পেরেছে, কংগ্রেস তাদের শুধু ভুলপথে চালিত করছে। অন্যদিকে, বিজেপি তাদের সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করছে।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা