রাজ্য

উত্তরবঙ্গ মেডিক্যাল: থ্রেট কালচারে অভিযুক্ত সাত ডাক্তারি পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর ও বর্ধমান মেডিক্যাল কলেজের পর এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। ‘থ্রেট কালচারের’ অভিযোগে বহিষ্কৃত সাত পড়ুয়া তথা জুনিয়র ডাক্তারকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত বহিষ্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি ওই সাতজনকে পরীক্ষায় বসতে দেওয়ার ছাড়পত্রও দিয়েছেন। আজ, বুধবার থেকেই  ক্লাস করতে পারবেন তাঁরা। 
কলেজে ‘থ্রেট কালচার’ চালানোর অভিযোগে অরিত্র রায় সহ উত্তরবঙ্গ মেডিক্যালের সাত পড়ুয়াকে সাসপেন্ড করা হয়। কলেজ কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সাত পড়ুয়াই হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দেন, আপাতত কলেজ কর্তৃপক্ষের ওই সিদ্ধান্ত স্থগিত থাকবে। তবে পরীক্ষা দেওয়া আর ক্লাস করা ছাড়া অন্য সময় তাঁরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। পাঁচ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
এদিন শুনানিতে বহিষ্কৃত পড়ুয়াদের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ওই ছাত্রদের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আইনজীবী সুমন সেনগুপ্ত জানান, তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব পক্ষের সওয়াল-জবাব শুনে বহিষ্কারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করে আদালত। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা