রাজ্য

ভোটার লিস্ট সংশোধনের কাজ সঠিকভাবে করতে  কর্মীদের নির্দেশ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তরুণ প্রজন্মকে যে কোনও রাজনৈতিক দলের মেরুদণ্ড হিসেবে ধরা হয়ে থাকে। তাই তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরও বেশি করে আকৃষ্ট করতে এবং তাঁদের দলে নিয়ে এসে সক্রিয় করতে সব সময়ই চেষ্টা চালায় রাজনৈতিক দলগুলি। এই প্রেক্ষাপটে বর্তমান তরুণ প্রজন্মকে কীভাবে আরও বেশি করে তৃণমূলের সঙ্গে যুক্ত করা যায়, দলের অন্দরে তা নিয়ে আলোচনা হয়েছে। এরপরই জেলায় জেলায় বার্তা গিয়েছে, ভোটার তালিকায় সংযোজন-বিয়োজনের যে কাজ শুরু হয়েছে, তা দায়িত্ব নিয়ে করতে হবে।  
উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই পর্বে নির্বাচন কমিশন দ্বারা ভোটার লিস্টের সংযোজন, বিয়োজন এবং সংশোধনের কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় বুথ লেভেল এজেন্ট নিয়োগ সঠিকভাবে করতে হবে বলে জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছে তৃণমূল ভবন। 
তৃণমূলের জেলা সভাপতি, জেলার চেয়ারম্যান, বিধায়ক ও সাংসদদের কাছে নির্দেশিকা গিয়েছে তৃণমূল ভবন থেকে। নির্দেশিকায় প্রথমেই উল্লেখ করা হয়েছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই ভোটার তালিকার স্ক্রুটিনি এবং সংশোধনের কাজ দলীয় কর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে এসেছেন। তাই তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ও রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাসের তরফে জারি করা বিবৃতিতে স্পষ্টভাবে কিছু নির্দেশ করা হয়েছে। বিধায়ক বা পদাধিকারীদের উদ্দেশে বলা হয়েছে, নিজের এলাকায় বুথ লেভেল এজেন্ট সঠিকভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক বুথে সেই বুথের খসড়া ভোটার তালিকা পৌঁছে দিতে হবে।
দলের রাজ্যস্তরের এক শীর্ষ নেতা জানিয়েছেন, এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ আরও বাড়াতে হবে তৃণমূলের দলীয় পদাধিকারীদের। ভোটার তালিকায় নাম তোলার বয়স যাঁদের হয়েছে, তাঁদের প্রয়োজনমতো সাহায্য করতে হবে। তাঁদের রাজনীতিতে কতটা আগ্রহ রয়েছে, সেটা বুঝে সেইমতো কথা বলতে হবে। তৃণমূলের সঙ্গে তরুণ প্রজন্মের বন্ধনকে আরও নিবিড় করতে হবে।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা