রাজ্য

বেলডাঙা কাণ্ডে পলাতকদের ঘরে ফেরানোর নির্দেশ দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙা কাণ্ডে ঘরছাড়াদের অবিলম্বে ঘরে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আজ বুধবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় অবিলম্বে এলাকায় আধাসেনা মোতায়েনের পাশাপাশি একাধিক দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী কৌস্তভ বাগচী। ঘটনাকে কেন্দ্র করে আরও একটি মামলা দায়ের করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে মামলার শুনানির পর আদালত জানিয়েছে, অবিলম্বে ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পুলিসকে। পাশাপাশি কীভাবে এই ঘটনা ঘটল, কারা দায়ী এবং ঘটনার প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে— তা নিয়ে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। কত জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, রিপোর্টে সেই তথ্যও উল্লেখ করতে বলেছে আদালত। 
এছাড়াও হিংসার ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করতেও রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন মামলাকারী বেশ কিছু অডিও এবং ভিডিও ক্লিপিংস আদালতে পেশ করেন। সেগুলি তাঁকে রাজ্যের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ। ওই অডিও, ভিডিওতে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রতিনিয়ত টহলদারি জারি রাখতেও বলেছে আদালত। রাজ্যের তরফে রিপোর্ট জমা পড়ার পর আধাসেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নির্দেশে উল্লেখ করেছে বেঞ্চ। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা