দেশ

সমস্ত হাসপাতালে আগুন নেভানোর ব্যবস্থা রাখার কেন্দ্রীয় নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপ্রদেশের ঝাঁসিতে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১টি শিশুর মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে পশ্চিমবঙ্গসহ সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ফের সতর্ক করল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রকের সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো এক চিঠি মারফত সমস্ত হাসপাতালে অগ্নিকাণ্ড রোখার একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন। 
চিঠিতে তারিখ উল্লেখসহ বলা হয়েছে, এই সতর্কবার্তা আগেও পাঠানো হয়েছিল। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা ঘটছে। অধিকাংশ ঘটনার নেপথ্যে বিদ্যুৎ বিভ্রাট। স্বাস্থ্যমন্ত্রক মনে করিয়ে দিয়েছে, রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যবস্থা ঠিকমতো না-হলে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন অনুযায়ী সংশ্লিষ্ট হাসাপাতালের লাইসেন্স বাতিল হতে পারে। হাসপাতালে অগ্নিকাণ্ড রুখতে জারি করা নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, হাসপাতালগুলিতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতেই হবে। আগুন নেভানোর প্রশিক্ষণ দিতে হবে কর্মীদেরও। এর জন্য নিয়মিত মহড়ার উপরেও জোর দেওয়া হয়েছে। বৈদ্যুতিক উপকরণগুলি ঠিকঠাক আছে কি না তা নিয়মিত পরীক্ষা করতে হবে। আগুন লাগলে রোগীসহ সকলকেই উদ্ধার করার আগাম ব্যবস্থা প্রস্তুত রাখা চাই। ফায়ার অ্যালার্ম, স্প্রিংকলার বসানো ও সেগুলির রক্ষণাবেক্ষণ যাতে হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। জেলা পর্যায়ে এই সংক্রান্ত বিশেষ কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছে কেন্দ্র।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা