বিদেশ

৮০ ঘণ্টারও বেশি সময়ে থাইল্যান্ডের বিমানবন্দরে আটকে ভারতীয় যাত্রীরা, ক্ষোভ

ফুকেট, ১৯ নভেম্বর: থাইল্যান্ডের ফুকেটে ৮০ ঘণ্টারও বেশি সময়ে ধরে আটকে রয়েছেন এয়ার ইন্ডিয়া বিমানের যাত্রীরা। হয়রানির জেরে প্রবল ক্ষুব্ধ তাঁরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন অনেকেই। গত ১৬ নভেম্বর রাতে ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটির। কিন্তু আচমকাই বিমানসংস্থার পক্ষ থেকে যাত্রীদের জানানো হয়, যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি ৬ ঘণ্টা দেরিতে রওনা দেবে। অভিযোগ, এরপর বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর বিমানে ওঠেন যাত্রীরা। এরপর ফের তাঁদের নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রায় ১ ঘণ্টা পর বিমানটি বাতিল করে দেওয়া হয়। ওই বিমান যাত্রীদের একাংশের অভিযোগ, কোনওরকম সুযোগ-সুবিধা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা তাঁদের এয়ারপোর্টেই বসিয়ে রাখা হয়। এই যাত্রীদের মধ্যে প্রচুর প্রবীণ নাগরিক এবং শিশুরাও রয়েছেন। অভিযোগ, এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর অর্থাৎ পরের দিন বিমানটি ফের যাত্রীদের নিয়ে রওনা দেয়। কিন্তু, আড়াই ঘণ্টা উড়ানের পরই সেটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সেটি ফুকেটেই অবতরণ করে। সকল যাত্রীদের জানানো হয়, বিমানটিতে ফের যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। ফলে ৮০ ঘণ্টা ধরে ফুকেটেই আটকে রয়েছেন ওই বিমানের শতাধিক জন যাত্রী। তবে এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা