কলকাতা

অপরাধ নিয়ন্ত্রণ করতে সিসি ক্যামেরায় মুড়ছে ভাটপাড়া

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অপরাধ নিয়ন্ত্রণ করতে ভাটপাড়ার অলিগলি সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হচ্ছে। রুস্তম গুমটি, মেঘনা কুলি লাইন, মেঘনা মোড়, পালপাড়া ঘাট রোড, কলাবাগান, রেলের সাইডিং, বারুইপাড়া সহ স্পর্শকাতর এলাকাগুলিতে ক্যামেরা বসানো হচ্ছে। এই পরিকল্পনা করেছেন বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া স্বয়ং। এজন্য খরচ ধরা হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা। কয়েকশো ক্যামেরা বসানো হবে। শুধু থানা নয়, পুলিস কমিশনারেট অফিসের কন্ট্রোল রুম থেকেও তার মাধ্যমে নজরদারি চালানো হবে।
ইতিমধ্যে পুলিসের পক্ষ থেকে শ’খানেক ক্যামেরা বসানো হয়েছে। এবার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়, রাস্তার ভিতরে ভিতরেও সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসব ক্যামেরার মাধ্যমে প্রতি মুহূর্তে বিভিন্ন এলাকায় পুলিসের পক্ষ থেকে নজরদারি করা হলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন পুলিসকর্তারা। তাঁদের মতে, অপরাধীদের গ্রেপ্তার করলেও কিছুদিনের মধ্যেই আবার তারা জামিন পেয়ে যাচ্ছে। ভাটপাড়া, জগদ্দলের অপরাধীদের সঙ্গে বিহারের নিবিড় যোগাযোগ রয়েছে বলে পুলিসকর্তারা জানিয়েছেন। তাই তাদের গতিবিধি সব সময়ে নজরে রাখতে হলে ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা দরকার। গত দু’মাসে বেশ কয়েকটি শ্যুটআউটের ঘটনা ঘটেছে। তাই সতর্ক পুলিস প্রশাসন।
কোথায় কোথায় ক্যামেরা বসবে, সেটা স্থানীয় দু’টি থানার পরামর্শ অনুযায়ী ঠিক করছেন পুলিস কমিশনার। ক্যামেরাগুলি বসাবে ভাটপাড়া পুরসভা। খরচ ধরা হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা। এর মধ্যে ৮৩ লক্ষ টাকা এমপি ল্যাড থেকে দিচ্ছেন পার্থ ভৌমিক। বাকি টাকা খরচ করবে ভাটপাড়া পুরসভা। খুব শীঘ্রই এই ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। নতুন সিপি অফিসের একতলার কন্ট্রোল রুম থেকে তাতে নিয়মিত নজরদারি করা হবে।
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা