বিদেশ

খুনের মামলায় নয়, অন্য কারণে আনমোলকে গ্রেপ্তার করেছে আমেরিকা, হাতে পাবে না ভারত!

ক্যালিফোর্নিয়া, ২০ নভেম্বর: দু’দিন আগেই খবর পাওয়া যায় আমেরিকায় গ্রেপ্তার হয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পলাতক ভাই আনমোল। ক্যালিফোর্নিয়া থেকে তাকে গ্রেপ্তার করে মার্কিন পুলিস। যদিও আনমোল বিষ্ণোইকে কেন গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, খালিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর খুনে নাম জড়িয়েছে আনমোলের। তাই কানাডার হাতে তাকে তুলে দিতেই এই গ্রেপ্তার। যদিও পরে, বিষয়টা তেমনটা নয় বলেই দাবি করে মার্কিন প্রশাসন। জানিয়েছে, কোনও খুনের মামলায় নয়, আনমোলকে গ্রেপ্তার করা হয়েছে বেআইনি নথি নিয়ে আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করার জন্যই। মার্কিন প্রশাসন যে কারণে এই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে তার সঙ্গে ভারতের কোনও মামলার যোগ নেই।  তাই তাকে প্রত্যর্পণের জন্য যতই অনুরোধ জানাক না কেন, আনমোলকে নয়াদিল্লির হাতে তুলে দেবে না আমেরিকা। অন্তত সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। এই মুহূর্তে আনমোল আমেরিকার আইওয়ার পোট্টাওয়াট্টামি কাউন্টি জেলে রয়েছে।
প্রসঙ্গত, লরেন্স বিষ্ণোই গ্রেপ্তার হওয়ার পর থেকেই দাদার গ্যাংয়ের দায়িত্ব সামলাচ্ছিল আনমোল। একাধিক গুরুতর অপরাধে তার নাম জড়িয়েছে। গত বছর ভুয়ো পাসপোর্টের সাহায্যে কানাডায় পালিয়ে যায় এই গ্যাংস্টার । চলতি বছরের অক্টোবরে মুম্বইয়ে খুন হন এনসিপি নেতা বাবা সিদ্দিকি। সেই খুনের পিছনে আনমোলই ছিল বলে সন্দেহ। এছাড়া ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালকে খুন ও অভিনেতা সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনাতেও লরেন্সের ভাইয়ের নাম জড়িয়েছে। চলতি বছরের এপ্রিলে সলমনের বাড়িতে দুষ্কৃতীরা গুলি চালানোর পর তাদের উত্সাহ দিয়ে নয় মিনিটের ভিডিও বার্তা দিয়ে আরও বেশি করে চর্চায় চলে আসে আনমোল। এছাড়া এনআইএ-ও তার নামে দুটি মামলা দায়ের করেছে।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা