দেশ

দূষণে জেরবার রাজধানী, ৫০ শতাংশ সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিল্লি সরকারের

নয়াদিল্লি, ২০ নভেম্বর: দূষণের জেরে নাজেহাল অবস্থা দিল্লির। রাজধানীর একাধিক এলাকায় বাতাসের গুণমান সূচক (একিউআই) এখনও  ৪৫০-এর উপরে। এর অর্থ দিল্লির বাতাস ‘ভয়াবহ’। এই মুহূর্তে দিল্লিতে জারি রয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের চতুর্থ পর্যায় বা গ্র্যাপ-৪। কিন্তু তা-ও মাত্রাছাড়া দূষণের জেরে নাভিশ্বাস সাধারণ মানুষ থেকে প্রশাসনের। এই আবহে ৫০ শতাংশ সরকারি কর্মীচারীদের বাড়ি থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) নির্দেশ দিল দিল্লি সরকার।
আদ, বুধবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই ঘোষণা করেছেন, “রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দিল্লির ৫০ শতাংশ সরকারি কর্মচারী বাড়ি থেকে কাজ করবেন (ওয়ার্ক ফ্রম হোম)। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত করতে বুধবার দুপুর ১টা নাগাদ একটি বৈঠক আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর বাতাসের গুণমান সূচক (একিউআই) ৪৯৪ পর্যন্ত পৌঁছে যায়, যা এই মরশুমের সর্বোচ্চ। এই আবহে রাজধানীকে দূষণের হাত থেকে বাঁচাতে কৃত্রিম বৃষ্টির উপর ভরসা রাখছে দিল্লি সরকার। কৃত্রিম বৃষ্টির অনুমতি চেয়ে মঙ্গলবার কেন্দ্রকে চিঠি দিয়েছে দিল্লির সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপও দাবি করা হয়েছে। গোপালের দাবি, কৃত্রিম বৃষ্টির জন্য কেন্দ্রকে আগেও অনুরোধ করা হয়েছিল। গত ৩০ আগস্ট, ১০ এবং ২৩ অক্টোবর কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে চিঠি লিখে আপৎকালীন বৈঠকের আর্জি জানানো হয়েছিল। কিন্তু তাতে কোনও সাড়া মেলেনি।
দূষণের কথা মাথায় রেখে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে সশরীরে উপস্থিতি বন্ধ রাখা হয়েছে। দিল্লির সমস্ত স্কুলে অনলাইন মাধ্যমে পড়াশোনা চলছে। এমনকী, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতেও অনলাইনে পঠনপাঠন হচ্ছে। দৃশ্যমানতা কম থাকায় বহু বিমানের উড়ানে বিলম্ব ঘটেছে। একাধিক দূরপাল্লার ট্রেন চলছে দেরিতে। এমনকী বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিলও করা হয়েছে। দূষণ রুখতে দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ বা গ্র্যাপ-৪ চালু করা হয়েছে। তা সত্ত্বেও এখনও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি।
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা