রাজ্য

কলকাতায় পারদ নামল ১৮ ডিগ্রিতে, শীতের আমেজে মজেছে তিলোত্তমা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়া প্রবেশ করতেই জেলা থেকে শহরে দ্রুত নামছে তাপমাত্রা। শীতের আমেজে মজেছে তিলোত্তমা। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। আজ, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার আকাশ মূলত থাকবে পরিষ্কার। তবে এদিন সকালের দিকে কুয়াশার দেখা মিলেছে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজ্যের বড় অংশে যে শীতের ছোঁয়া লেগেছে সেটি আপাতত বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোর ও রাতের দিকে হাল্কা শীত থাকবে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আছে। উপকূল থেকে দূরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কম। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম।
উল্লেখ্য, আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ, নিম্নচাপটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও সংলগ্ন এলাকার উপকূলের দিকে যাবে। তবে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে পুবালি বাতাস প্রবেশ করবে দক্ষিণবঙ্গের কিছু অংশে। তাতে জলীয় বাষ্পের মাত্রা বাড়তে পারে। উপকূল এলাকায় আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা থাকবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে উপকূল ও তার কাছকাছি এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। নভেম্বর মাসে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হলে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। তবে এটা থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কম বলে অভিমত আবহাওয়াবিদদের। আগামী ২৫ নভেম্বর নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি তৈরি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।
8h 8m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা