দেশ

নাড়া পোড়ানো নয়, দিল্লির বায়ুদূষণে ভিলেন গাড়ি, নয়া দাবি গবেষকদের

নয়াদিল্লি: শীত পড়তেই ‘গ্যাস চেম্বার’ হয়ে ওঠে দিল্লি। বছরের পর বছর এটাই চেনা চিত্র। দিল্লির বায়ুদূষণের জন্য দায়ী করা হয় প্রতিবেশী পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের নাড়া পোড়ানোকেই। সেই দাবির যৌক্তিকতা নিয়ে ফের প্রশ্ন তুলে দিলেন গবেষকরা। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট জানিয়েছে, দিল্লির বায়ুদূষণের মাত্র ৮ শতাংশের জন্য দায়ী নাড়া পোড়ানো। অধিকাংশ দূষণের জন্য দায়ী গাড়ির ধোঁয়া। অক্টোবরের মাঝামাঝি থেকে মাঝ নভেম্বর পর্যন্ত দিল্লির বাতাসের উপর পরীক্ষা চালান সিএসই-র গবেষকরা। তা থেকেই উঠে এসেছে এই তথ্য। 
যানবাহনের জন্যই যে দিল্লিতে দূষণ বাড়ছে, তা প্রথমবার জানা যায় ২০১৭ সালে। সেবার গবেষকরা জানিয়েছিলেন, দিল্লির বায়দ‌ূষণের মাত্র ৩ শতাংশের জন্য দায়ী নাড়া পোড়ানো। সেই রিপোর্টকেই সিলমোহর দিল সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। তাতে বলা হয়েছে, জনসংখ্যা বাড়ছে। তাই গাড়ির ব্যবহার বাড়ছে। ফলে বেড়ে চলেছে দূষণ। তবে স্বস্তির খবর, সরকারি কড়াকড়িতে দিল্লির দূষণ মাত্রা পরপর তিনদিন কমেছে। মঙ্গলবার বায়ুদূষণ সূচক ছিল ৪৯৪। সেখানে বুধবার সকালে দূষণমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২৬। আর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টায় দিল্লির বায়ূদূষণ সূচক কমে দাঁড়িয়েছে ৩৭৯। তাই দূষণ সতর্কতা ‘সিভিয়ার’ থেকে ‘ভেরি পুওর’–এ উন্নীত করা হয়েছে। 
তবে বৃহস্পতিবারও ঘন ধোঁয়াশায় ঢাকা ছিল রাজধানী। ফ্লাইটরেডার ২৪ জানিয়েছে, দৃশ্যমানতা কম থাকার জন্য বেশ কয়েকটি উড়ান দেরিতে চলছে। রেল সূত্রে জানানো হয়েছে, বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের সময় পরিবর্তিত করা হয়েছে বলেও সূত্রের খবর।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা