দেশ

 দিল্লিতে নির্বাচন ঘোষণার আগেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ আপের

নয়াদিল্লি: সবে শেষ হয়েছে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা ভোট। শনিবার ফলাফল। এরইমধ্যে শিরোনামে চলে এল দিল্লির মসনদের লড়াই। আগামী ফেব্রুয়ারি মাসে রাজধানীর ৭০টি বিধানসভা আসনে নির্বাচন হওয়ার কথা। তবে ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ১১ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করে দিল ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)। তাৎপর্যপূর্ণ বিষয় হল, অরবিন্দ কেজরিওয়ালের দলের প্রথম প্রার্থী তালিকার ৬ জনই দলবদলু। ৩ জন বিজেপি ও ৩ জন কংগ্রেস ছেড়ে সম্প্রতি দলে যোগ দিয়েছেন। 
ভোটের দেরি থাকলেও আগেভাগে প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারে নেমে পড়তে চাইছে আপ। কিন্তু প্রথম প্রার্থী তালিকায় অর্ধেকেরও বেশি দলবদলুকে রাখা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। এই প্রার্থীদের মধ্যে  ব্রহ্ম সিং তানওয়ার (ছাতারপুর), অনিল ঝা (কিরারি) ও বি বি ত্যাগী (লক্ষ্মীনগর) সম্প্রতি বিজেপি ছেড়ে আপে যোগ দিয়েছিলেন। কংগ্রেসের হাত ছেড়ে আপের ঝাড়ু ধরেছিলেন জুবের চৌধুরী (সীলামপুর), বীর সিং ধিঙ্গন (সীমাপুরী) ও সোমেশ শোকিন (মাতিয়ালা)। আপের প্রথম তালিকায় বাকি পাঁচজন হলেন সরিতা সিং (রোহতাসনগর), রাম সিং নেতাজি (বদরপুর), গৌরব শর্মা (ঘোন্ডা), মনোজ ত্যাগী (কারাওয়াল নগর) ও দীপক সিঙ্ঘল (বিশ্বাস নগর)। পার্টি সুপ্রিমো কেজরিওয়ালের নেতৃত্বে দলের রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকের পর এই ১১ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রথম তালিকা থেকে দেখা যাচ্ছে, তিনজন বর্তমান বিধায়কের নাম সেখানে নেই। তাঁরা হলেন ঋতুরাজ ঝা (কিরারি), আব্দুল রহমান (সীলামপুর) ও গুলাব সিং যাদব (মাতিয়ালা)। 
এই তালিকা ঘোষণার দিনই কেজরিওয়ালের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল বিজেপি। মুখ্যমন্ত্রী থাকাকালীন আপ সুপ্রিমোর সরকারি বাংলোতে বহুমূল্য সামগ্রী ব্যবহারের প্রতিবাদে এই বিক্ষোভ। বিজেপির অভিযোগ, বাংলো মেরামতির সময় বিলাসবহুল বহুমূল্য সামগ্রী ব্যবহার করা হয়েছে। 
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা