খেলা

টানাপোড়েনের মধ্যে শুরু আই লিগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার আই লিগের ঢাকে কাঠি পড়ছে। প্রথম দিনেই দু’টি ম্যাচ। গোকুলাম কেরলের মুখোমুখি হবে শ্রীনিধি ডেকান। আর দ্বিতীয় ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে ইন্টার কাশীর প্রতিপক্ষ এসসি বেঙ্গালুরু। উল্লেখ্য, এবারই প্রথম আই লিগে নেই কোনও বাংলার ক্লাব। তবে কলকাতা থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে ইন্টার কাশী। আই লিগে তাদের হোমগ্রাউন্ড কল্যাণী। দলের দায়িত্বে আইএসএলের অন্যতম সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর প্রশিক্ষণে গত দু’মাস ধরে আই লিগের প্রস্তুতি সেরেছে ইন্টার কাশী। 
বৃহস্পতিবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে স্প্যানিশ কোচ জানান, ‘অতীতের যাবতীয় লড়াই ভুলে সবকিছু নতুন করে শুরু করতে চাই। ইন্টার কাশীর দায়িত্ব নেওয়ার পরই লক্ষ্য ছিল, ভালো দল গঠন করা। কর্তারা সেই মতো আমাকে পুরো সাহায্য করেছেন। এবার জয় দিয়ে অভিযান শুরু করতে চাই। বেশি দূরের কথা না ভেবে ম্যাচ বাই ম্যাচ এগনোই আমাদের লক্ষ্য।’ ইন্টার কাশী দলে আইএসএলে খেলা একঝাঁক  ফুটবলার রয়েছে। তাঁদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম জনি কাউকো। মূলত কোচ হাবাসের ডাকেই আই লিগে খেলার সিদ্ধান্ত নেন এই ফিনল্যান্ডের ফুটবলারটি।
এদিকে, টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগেও ম্যাচে সম্প্রচার স্বত্ব নিয়ে ক্লাব ও ফেডারেশনের মধ্যে টানাপোড়েন আব্যাহত। সোনি স্পোর্টসে খেলা সম্প্রচারের কথা থাকলেও, ক্লাবজোটকে এখনও তা সরকারিভাবে কিছু জানায়নি এআইএফএফ। তাই বৃহস্পতিবার ফেডারেশন সভাপতিকে ফের চিঠি দেন রঞ্জিত বাজাজরা।
কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সম্প্রচার সোনি স্পোর্টসে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা