রাজ্য

শিক্ষক বদলির তথ্য আপডেট হচ্ছে না সরকারের পোর্টালেই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘উৎসশ্রী’ পোর্টালের মাধ্যমে দু’বছর যাবৎ শিক্ষক বদলি বন্ধ। অথচ, বদলির তথ্য এই দীর্ঘসময়ের মধ্যেও আপডেট হয়নি বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম (এসএমএস) পোর্টালে। এর ফলে প্রধান শিক্ষক, শিক্ষক এবং পড়ুয়ারা সমস্যায় পড়ছেন। বদলি হয়ে স্কুলে নতুন আসা শিক্ষকরা তাঁদের ছাত্রছাত্রীদের নম্বর পোর্টালে তুলতে গেলে তাঁদের লগ-ইন আইডি নিচ্ছে না। কারণ, তখনও তাঁদের নাম দেখাচ্ছে পুরনো স্কুলেই। প্রধান শিক্ষকদের বক্তব্য, আগে বলা হয়েছিল, পোর্টালে যেকোনও বদলি স্বয়ংক্রিয়ভাবেই আপডেট হয়ে যাবে। অথচ তা না-হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে।
এখন পড়ুয়াদের পরীক্ষার মার্কস বাংলার শিক্ষা পোর্টালে তুলে দিতে হয়। ছাত্রছাত্রীদের ইউনিক আইডিতে তা যুক্ত হয়। আর যে বিষয়ের শিক্ষক, মার্কস আপলোড করতে হয় তাঁদেরকেই। কারণ তাঁদের জন্যও ইউনিক আইডি থাকে। আর এখানেই হচ্ছে সমস্যা। এখনও এসএমএস পোর্টাল অনুযায়ী পুরনো স্কুলেই নাম রয়ে গিয়েছে বহু শিক্ষকের। ফলে, নতুন স্কুলে তাঁরা আর কোনও কাজ করতে পারছেন না। 
এটা ঠিক করার কী উপায়? নাম প্রকাশে অনিচ্ছুক কিছু প্রধান শিক্ষক বলছেন, হেল্পলাইনে ফোন করলে সমস্যাটি ই-মেলে জানাতে বলা হচ্ছে। আবার ই-মেল করলে বলা হচ্ছে ফোন করতে! ডিআই, এসআইরাও কোনও সদুত্তর দিতে পারছেন না। অনেক কাঠখড় পুড়িয়ে স্ক্রিনশট তুলে ই-মেল করার পরে সমস্যা মিটছে বলে তাঁদের দাবি। তবে, সমস্যা থেকে যাচ্ছে তাতেও। একসময় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে একই শিক্ষকের নাম দুটি স্কুলে উঠে যাচ্ছে। এর ফলে তৈরি হচ্ছে নতুন সমস্যা। প্রধান শিক্ষকদের দাবি, পোর্টালের এই আপডেট পূর্ব ঘোষণা অনুযায়ী স্বয়ংক্রিয় করা হোক। না-হলে এই তথ্য আপডেট করার জন্য প্রধান শিক্ষকদের এক্তিয়ার দেওয়া হোক।
বিকাশ ভবনের আধিকারিকদের দাবি, সামগ্রিকভাবে এই সমস্যা নেই। কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে এটা হয়ে থাকতে পারে। পোর্টালগুলি নিরন্তর ভুল-ত্রুটি সংশোধনের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন সমস্যার ক্ষেত্রে প্রধান শিক্ষকদের কাছ থেকে এলেই তা সংশোধন করে দেওয়া হবে। সূত্রের খবর, ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির ঘটনা সামনে আসার পরে শিক্ষাদপ্তরের সমস্ত পোর্টালেই বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা