রাজ্য

সোমবার দলের বৈঠক ডাকলেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সোমবার দলের জাতীয় কর্ম সমিতির বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিকেলে কালীঘাটে এই বৈঠক হতে চলেছে। বৃহস্পতিবার নবান্নে একটি প্রশাসনিক বৈঠক করেন মমতা। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কর্মযজ্ঞের কথা সবিস্তারে জানান তিনি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার সংসদের এবং বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। এই প্রেক্ষাপটে ওই দিন দলের বৈঠক ডেকেছেন তিনি। সংসদের অধিবেশনে দলের সাংসদরা কোন কোন বিষয় তুলে ধরবেন, সে বিষয়ে আলাপ-আলোচনা হওয়ার সম্ভাবনা ওই বৈঠকে।  জাতীয় পেক্ষাপটে তৃণমূল আগামী দিন কী অবস্থান নিতে চলেছে, সে সম্পর্কেও আলোচনা হতে পারে। বৈঠকে উঠে আসতে পারে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কর্মপন্থার বিষয়টি।  মনে করা হচ্ছে, সামগ্রিকভাবে তৃণমূল নেত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন। তাছাড়া আর জি করের ঘটনার পর তৃণমূল নেত্রীর এটাই প্রথম সংগঠনিক বৈঠক হতে চলেছে। ফলে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলে রদবদলের যে প্রস্তুতি তৃণমূল শিবিরে চলছে সে সম্পর্কে কোন কথাবার্তা ওই বৈঠকে হয় কি না, সেদিকে রাজনৈতিক মহলের নজর রয়েছে। আজ, শুক্রবার থেকে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য দলের নির্দিষ্ট পদাধিকারীদের কাছে বার্তা যাবে বলে খবর।
8h 8m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা