রাজ্য

রং না দেখে পুলিসকে কড়া পদক্ষেপের নির্দেশ, মমতার, সার্বিক অদল-বদল হবে সিআইডিতে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপস নয়। কোনও ব্যক্তির বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে কড়া পদক্ষেপই করতে হবে। সেখানে রাজনীতির রং না-দেখেই কাজ করবে পুলিস। বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় এই নির্দেশই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিসের ডিজি’কে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘কোনও অভিযোগ এলে তা ক্রস চেক করে নিয়ে স্ট্রং অ্যাকশন নিন। কেউ বাধা দিলেও শুনবেন না।’ এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ রদবদলের মাধ্যমে সিআইডিকে নতুন করে সাজা হবে।’
বৃহস্পতিবার নবান্নে এক প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে। বৈঠকে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার এবং অন্য কয়েকজন প্রশাসনিক কর্তা। রাজ্যের প্রত্যেকটি এলাকা থেকে মমতা বিভিন্ন সূত্রে নিয়মিত খবর পান। একাধিক অভিযোগও পেয়েছেন তিনি। সেই সূত্রে পুলিসের কাজকর্ম নিয়েও আলোচনা হয়েছে এদিন। ওই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজীব কুমার, তুমি চেষ্টা করছ, কিন্তু স্থানীয় পুলিস সহযোগিতা করছে না। সবাই নয় অবশ্য, তাদের একাংশ। নেতাদের নামেও বদনাম করা হচ্ছে। জনগণের টাকা খাওয়ার আগে রাজনৈতিক নেতারা দশবার ভাবেন। কিন্তু স্থানীয় স্তরে কিছু অফিসার, কর্মী, যাঁরা সরকারকে ভালোবাসেন না, পুলিসের কিছু লোক টাকা খেয়ে...। এই অবস্থায় মমতার নির্দেশ, বালি-পাথরের জায়গায় টেন্ডার করে দাও, আটকে দাও অবৈধ খনি। সিআরপিএফ টাকা খেলেও তাদের ধরার অধিকার আছে পুলিসের।’
দুর্নীতি, তোলাবাজি, বেআইনি পথে ইনকাম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তৃণমূলের একাংশের নামে কয়লা চুরির অভিযোগ দেওয়া হয়। কিন্তু সিআরপিএফ আর পুলিসের একাংশ চুরি করে টাকা খাবে, তা কোনোভাবেই টলারেট করব না। কোনও রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ সত্য হলে কলার চেপে ধরো। আইনি পথে তাদের জেলেও পাঠাও।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘অপরাধী, দুষ্কৃতীদের ধরাই পুলিসের কাজ। সেখানে কোনোরকম ভয়ের কাছে আত্মসমর্পণ না-করেই কঠোর পদক্ষেপ করতে হবে।’ এনিয়ে রাজীব কুমারের কাছে প্রয়োজনীয় প্রস্তাবও চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘এসটিএফ এবং দুর্নীতি দমন শাখাকে স্ট্রং করতে হবে। সার্বিক অদল-বদল ঘটানো হবে সিআইডিতে। মনিটরিং করতে হবে জেলায় জেলায়। রেলেও নাকা চেকিং দরকার। অস্ত্র আসছে। জিআরপি এবং আরপিএফ’কেও সজাগ থাকতে হবে।’
8h 8m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা