রাজ্য

অগ্নিমূল্য আলু-পেঁয়াজ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য টাস্ক ফোর্সের বৈঠক আজই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলু-পেঁয়াজের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ন্ত্রণ করতে বাংলার সীমান্তে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আলু মজুতের পরিস্থিতি কী, অবিলম্বে তার রিপোর্ট পেশ করতে বলেন তিনি। যেভাবে তাঁকে না জানিয়ে প্রচুর পরিমাণে আলু ও পেঁয়াজ ভিন রাজ্যে চলে গেল, তাতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্য সরকার অনেক কষ্ট ও খরচ করে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করেছে। কিন্তু তার অর্ধেক বাইরে চলে যাওয়ায় এখন নাসিকের পেঁয়াজ খেতে হচ্ছে! নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, চাষিরা নয়, কিছু মিডলম্যান বা ফড়ে ব্যবসা করতে গিয়ে রাজ্যকে আর্থিকভাবে শোষণ করছে। এরা সমাজেরও ক্ষতি করছে। এরা আবার একে ওকে টাকাও দেয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজ্যের টাস্ক ফোর্সের মিটিং ডাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ, শুক্রবারই ওই বৈঠক হবে। 
এখন রাজ্যের কৃষি বিপণন ও কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা। মুখ্যমন্ত্রী বলেন, ওঁর উপর বেশি চাপ পড়ে যাচ্ছে। তাই বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্না দাম বৃদ্ধি সংক্রান্ত  বিষয়টা দেখবেন। অবিলম্বে সরকারি টাস্ক ফোর্সের বৈঠক ডেকে পরিস্থিতি পর্যালোচনা করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।  কৃষি ও পঞ্চায়েত দপ্তরকে ভালোভাবে কাজ করার উপর আরও নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। শুধু বক্তৃতায় যে কাজ হবে না, তাও পরিষ্কার জানিয়ে দেন তিনি। এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব এবার থেকে মিনার পরিবর্তে বেচারামই সামলাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
এদিনের বৈঠকের শুরুতেই আলুর দাম বৃদ্ধির প্রসঙ্গটি তোলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত এক সরকারি পদস্থ কর্তা উত্তরপ্রদেশে আলুর দাম বেড়েছে বলে যুক্তি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মুখ্যমন্ত্রী তা নস্যাৎ করে দেন। তিনি বলেন, রাজ্য অনুযায়ী পরিস্থিতি আলাদা হয়। বাংলা আলু ও চাল উৎপাদনে প্রথম। এখানে দাম এত বাড়বে কেন? ব্যবসা করার জন্য? আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে, রাজ্যের মানুষ খাওয়ার পর যা থাকবে সেটাই অন্য রাজ্যে পাঠানো যাবে। ১ লক্ষ টন করে আলু পাঠানোর অনুমতি দেওয়াও হয়েছিল। জানুয়ারিতে নতুন আলু আসবে। কিন্তু এত আলু কীভাবে বাইরে চলে গেল! সেই ব্যাপারে প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের কাছে রীতিমতো জবাবদিহি দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই ব্যাপারে তাঁকে কিছু জানানোও হয়নি। আলু উদ্বৃত্ত থেকে গেলে তা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলের মিড ডে মিল প্রকল্পের জন্য সরকার কিনবে বলে আশ্বাস দেওয়ার পরেও বাইরে আলু পাঠিয়ে দেওয়া হল! রাজ্যে আলু ও পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার নানাভাবে টাকা খরচ করছে। এসব সুবিধা নেওয়ার পরেও দাম কেন বাড়বে, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বৈঠকে বলেন, রা‌঩জ্যে পেঁয়াজের উৎপাদন ৭৫ শতাংশ বেড়ে ৭ লক্ষ টন হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পেঁয়াজের ৫০ শতাংশ তো বাইরেই চলে গেল! 
এদিকে আলু ব্যবসায়ীদের সংগঠনের সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, এখনও প্রায় ৯ লক্ষ টন আলু হিমঘরে মজুত আছে। তাঁর দাবি, নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকের পর হিমঘর থেকে বেরনো আলুর দাম বাড়েনি। মূলত খুচরো বাজারে দাম বাড়ছে। ৩০ নভেম্বরের পর রাজ্য সরকার হিমঘর বন্ধ করার নির্দেশ জারি করেছে। এতে জানুয়ারি পর্যন্ত আলু রাখতে সমস্যা হবে। রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানিয়েছেন, সরবরাহ বৃদ্ধির পর পাইকারি বাজারে গত কয়েকদিনে পেঁয়াজের দাম কমেছে। পাইকারি বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম হয়েছিল ৫৮ টাকা। এখন তা ৪২ টাকায় নেমে এসেছে। 
3d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা