রাজ্য

এক গুছিতে ৭০টির বেশি পান বিক্রি নয়, সিদ্ধান্ত বৈঠকে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে কাটল জট। এখন থেকে এক গুছিতে ৭০টির বেশি পান বিক্রি করতে পারবেন না চাষিরা। শনিবার  খাদ্যভবনে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কৃষক এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। সেখানেই এক গুছিতে পানের সংখ্যা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে মন্ত্রী জানান, একটি গুছিতে ৫০টি পান বিক্রির নিয়ম থাকলেও অনেকে সেটা মানত না। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হল, কৃষকরা ৫০টির সঙ্গে অতিরিক্ত ২০টি পান দিতে পারবেন। এর বেশি দেওয়া যাবে না। আগামী ১৫ ডিসেম্বর থেকে লাগু হবে এই নয়া নিয়ম। তার আগে বিভিন্ন ব্লকে প্রচার করে কৃষকদের এ বিষয়ে সচেতন করা হবে।
পান চাষি ও আড়তদারদের মধ্যে গুছিতে পানের সংখ্যা নিয়ে মতবিরোধ অনেকদিনের। আড়তদাররা একটি গুছিতে ১৫০টি করে পান রাখার দাবিতে চাষিদের চাপ দিতেন। অনেকে রাজি হলেও বেশিরভাগই তা করতেন না। আবার এক শ্রেণির কৃষক বাড়তি টাকার জন্য এক গুছিতে হাজার খানেক পান বিক্রি করেছেন বলেও জানা গিয়েছে। এই বৈষম্যের কারণে পানের বাজারে ক্ষতির মুখে পড়তে হচ্ছিল অনেককে। সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছিলেন কৃষকরা। পুজোর আগে একটি বৈঠক হলেও সেখানে কোনও সমাধানসূত্র বেরয়নি। এবার তাই সব পক্ষকে নিয়ে আলোচনা করেন মন্ত্রী। বৈঠক সূত্রে জানা গিয়েছে, এই নিয়ম মানা  হচ্ছে কি না, তা দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে। 
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা