রাজ্য

‘লাল পাহাড়ির দেশ’ রেখে অচিন দুনিয়ায় অরুণ চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘লাল পাহাড়ির দেশ’ ছেড়ে অচিন দেশে পাড়ি দিলেন অরুণ চক্রবর্তী। শুক্রবার গভীর রাতেই থেমে গিয়েছিল চুঁচুড়ার ফার্মসাইড রোডের অশীতিপর এই বাসিন্দার কলম। শনিবার সকালে খবর এল মৃত্যুর। তারপর হাহাকার গুণমুগ্ধ মহলে। ‘লাল পাহাড়ির দেশে যা’ গানের স্রষ্টার জন্য আবেগের রক্তক্ষরণ শুরু হয় আপামর বাঙালির। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল ‘লাল পাহাড়ির দেশে…’। অর্ধশতাব্দী ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা সে গানটির লেখক, সুরকার ছিলেন বাস্তবিকই মাটির মানুষ। একমুখ দাড়ি, মাথায় রঙিন রুমাল বেঁধে, কাঁধে ঝোলা নিয়ে ঘুরতেন আজন্মের বাউল অরুণ। ‘অরুণদা’ ডাক শুনে অনায়াসে বসে পড়তে পারতেন রেল স্টেশনের সিঁড়িতে। 
মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি জুড়ে ছিলেন লালমাটির সঙ্গে। শুক্রবার কলকাতায় জঙ্গলমহল উৎসবে গিয়েছিলেন। রাতে অসুস্থ হয়ে ফেরেন। গভীর রাতে শান্ত হয়ে পাড়ি দেন ‘না ফেরার দেশে’। যিনি নিজের নাম লিখতেন ‘ওরুণ’। কবির পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী বলেন, করোনার সময় ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরও জীবনের রস সন্ধানে ছিলেন অক্লান্ত। শুক্রবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে চিকিৎসককে নিয়ে এসেও বাঁচাতে পারিনি। শনিবার দুপুরে কবির মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল চুঁচুড়া রবীন্দ্রভবনে। হাজির হয়েছিলেন অসংখ্য গুণমুগ্ধ, নবীন-প্রবীণ কবি, সাহিত্যিক। দীর্ঘদিন কবির সাহচর্য পেয়েছেন হুগলির আঞ্চলিক ইতিহাস গবেষক শ্যামল সিংহ। তিনি বলেন, কবির মৃত্যু হয় না। অরুণ চক্রবর্তী বেঁচে থাকবেন। যতদিন লাল পাহাড়ির দেশ সুর থাকবে কবি বেঁচে উঠবেন প্রতিদিন। কবি এবং হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, মাটির মানুষ এবং মাটিলগ্ন কবি-এমন বিরল যুগলবন্দির জীবন্ত প্রতিমা ছিলেন অরুণদা। লোকসংস্কৃতি, লোকজীবনকে অন্তর দিয়ে উপলব্ধি করে কথায় ধরেছিলেন।
শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের খ্যাতনামা ছাত্র ছিলেন অরুণবাবু। হুগলির বেসরকারি সংস্থায় উচ্চপদে চাকরি করেছেন। কিন্তু যৌবন থেকেই জীবন ছিল মাটি মাখা। কবিতা ছিল বাল্যের সঙ্গী। ১৯৭২ সালের এপ্রিলে শ্রীরামপুর স্টেশনে একটি মহুয়া গাছ দেখেছিলেন। তাঁর মনে হয়েছিল, এ তো ভারি মজা, শ্রীরামপুর তো ওর দেশ নয়! তারপর মহুয়ার মাতাল করা সুরে জন্ম নিয়েছিল ‘লাল পাহাড়ির দেশে যা…’। পরবর্তী পঞ্চাশ বছর ধরে বাঙালি ঘরের শিশু থেকে যুবতী, প্রবীণ থেকে যুবককে নিরন্তর যা নাচিয়েছে। যে সুর আজও যৌবনতরঙ্গে উচ্ছ্বল। যা এনেছে জাতীয়স্তরের সম্মানও। কালের খেয়ালে হারিয়েছে সেই মহুয়া গাছ। অস্ত গেলেন অরুণও। কিন্তু রেখে গেলেন প্রথম সূর্যালোকের মতো উজ্জ্বল কিন্তু মেঠো, মোহময় এক কথামালা, আর অক্ষয় সুর। 
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা