শিবাজী চক্রবর্তী, কলকাতা: ফিফা র্যাঙ্কিংয়ে ১২৫ নম্বরে ভারত। সারা বছরে একটা ম্যাচও জিততে পারেনি ব্লু টাইগার্স। সুনীল ছেত্রীর অবসরের পর শুধুই হাহাকার আর সমালোচনা। টর্চ জ্বেলেও গোল করার লোক খুঁজে পাওয়া যায় না। এমন অন্ধকারে কোনও ভারতীয় ফুটবলারের ম্যাজিক গোল যেন কালো মেঘে বিদ্যুৎ। জামশেদপুর এফসি’র বিরুদ্ধে লিস্টন কোলাসোর লক্ষ্যভেদ চলতি আইএসএলের অন্যতম সেরা। ঠিক কী করলেন গোয়ানিজ ফুটবলার? বিরতির আগে প্রতিপক্ষ বক্সের বাইরে লিস্টনকে পাস বাড়ান মনবীর। একের পর এক পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের প্লেসিংয়ে জাল কাঁপান লিস্টন। নাইজেরিয়ার দীর্ঘকায় ডিফেন্ডার স্টিফেন এজে’কে যেভাবে তিনি জমি ধরালেন, তা ভারতীয় ফুটবলের সেরা বিজ্ঞাপন হতেই পারে। সোশ্যাল সাইটে ভাইরাল এই গোল। লিস্টনের ফিনিশ, জামশেদপুর ভ্যানিশ। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে জিতে গোল পার্থক্যের নিরিখে বেঙ্গালুরু এফসি’কে টপকে শীর্ষে উঠে এল মোহন বাগান। আপাতত ৮ ম্যাচে ১৭ পয়েন্ট কামিংসদের। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে জামশেদপুরের সংগ্রহ ১২ পয়েন্ট। খালিদ জামিলের অনুপস্থিতিতে ডাগ-আউটে দাঁড়ানো স্টিভেন ডায়াসও দলের হাল বদলাতে ব্যর্থ।
আগের দু’টি ম্যাচে দশ গোল হজম করেছিল জামশেদপুর। চাপে থাকা প্রতিপক্ষকে ঘাড়ে চড়তে দিতে চাননি হোসে মোলিনা। শুরুতে ধাক্কা দেওয়াই লক্ষ্য ছিল মোহন বাগানের স্প্যানিশ হেডস্যারের। ৪-২-৩-১ ফর্মেশনে উইং থেকে ঝড় তোলার পরিকল্পনা স্পষ্ট। ম্যাচের ১৩ মিনিটে পেত্রাতোসের ফ্রি-কিক প্রতিপক্ষ গোলকিপারের হাতে জমা পড়ে। তবে লিড পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৫ মিনিটে পেত্রাতোসের কর্নার আংশিক বিপন্মুক্ত হয়। রক্ষণের জঙ্গলে আলগা বল আলবার্তো হেড করার পর তা দুরন্ত শটে জাল কাঁপান আলড্রেড (১-০)। ২৪ মিনিটে পেত্রাতোসের জোরাল শট জামশেদপুর গোলরক্ষকের হাতে লেগে ছিটকে আসে। ফিরতি বল গোলে ঠেলতে ব্যর্থ ম্যাকলারেন। পর মুহূর্তে শুভম সারঙ্গিকে ইনসাইড, আউটসাইড ডজে টপকে বক্সে ঢুকে পড়েন লিস্টন। অরক্ষিত পেত্রাতোস বা ম্যাকলারেনকে মাইনাস করার বদলে গোলের নেশায় শট নিলেন তিনি। লক্ষ্যভেদ না হলেও গোয়ানিজ ফুটবলার বুঝিয়ে দিলেন দিনটা তাঁরই। বিরতির আগে ব্যবধান বাড়িয়ে ম্যাচটা মোলিনার হাতে তুলে দিলেন লিস্টন (২-০)।
দু’গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও সাবলীল মোহন বাগান। ৭৫ মিনিটে দলের তৃতীয় গোল ম্যাকলারেনের। এক্ষেত্রে দীপক টাংরির লং বল খুঁজে নেয় মনবীরকে। তাঁর মাইনাস ফাঁকা গোলে ঠেলেন অজি বিশ্বকাপার (৩-০)। শেষলগ্নে লিস্টনের শট পোস্টে প্রতিহত না হলে ব্যবধান আরও বাড়তে পারত। সবমিলিয়ে ছবির মতো ফুটবলে পয়সা উসুল সমর্থকদের। মাঠের বাইরে তাঁদের পারফরম্যান্সও ঝলসাচ্ছে। সবচেয়ে বড় টিফোর পাশাপাশি গ্যালারিতে হাজির কিংবদন্তি শৈলেন মান্নার মুখ। ঐতিহ্য, আবেগ, বনেদিয়ানায় আবহমান মোহন বাগান।
মোহন বাগান: বিশাল, দীপ্যেন্দু, আলড্রেড, আলবার্তো, শুভাশিস, আপুইয়া (অনিরুদ্ধ), টাংরি (অভিষেক), লিস্টন (সাহাল), মনবীর (আশিক), পেত্রাতোস ও ম্যাকলারেন (কামিংস)।
মোহন বাগান-৩ : জামশেদপুর এফসি-০
(আলড্রেড, লিস্টন, ম্যাকলারেন)