খেলা

গম্ভীরের পরামর্শ মাথায় রেখে সফল হর্ষিত রানা

পারথ: ছোটবেলায় ভোরে উঠে বাবার সঙ্গে বসে চোখ রাখতেন টিভিতে। গোগ্রাসে গিলতেন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের খেলা। আর সেদেশেই টেস্ট অভিষেকে নজর কাড়লেন হর্ষিত রানা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তাঁর সংগ্রহ তিন উইকেট। হর্ষিত বলেছেন, ‘পারফরম্যান্সে খুব খুশি। তার চেয়েও খুশি দল ভালো জায়গায় থাকায়।’
শুক্রবার অনবদ্য ডেলিভারিতে ট্রাভিস হেডকে ফেরান তিনি। দেশের হয়ে সেটাই তাঁর প্রথম উইকেট। শনিবার হর্ষিতের শিকার হন লিয়ঁ ও স্টার্ক। ডানহাতি পেসারের কথায়, ‘ট্রাভিসকে ফেরানোর ব্যাপারে আমাদের স্ট্র্যাটেজি তৈরি ছিল। পিচে বাড়তি বাউন্স থাকায় সতর্ক ছিলাম। অহেতুক রান যেন দিয়ে না ফেলি, সেটা রেখেছিলাম মাথায়।’
গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারত হর্ষিতের। কিন্তু তিনি তখন ভাইরাল ফিভারে ভুগছেন। হতাশা কাটিয়েছিল কোচ গৌতম গম্ভীর পরামর্শ। ২২ বছর বয়সি বলেন, ‘সময়টা খুব কঠিন ছিল। তবে গোতি ভাইয়া বলেছিল যে আমারও সময় আসবে। আর তখন যেন নিজের সেরাটা ঩দিতে পারি। বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছি নিয়মিত। বাবা বলতেন যে, উপরওয়ালা নিশ্চয়ই আমার জন্য ভালো পরিকল্পনা করে রেখেছেন।’ অভিষেকেই সাফল্য তাই বাবাকে উৎসর্গ করেছেন তিনি।
টেস্টের একদিন আগে অভিষেক হওয়ার কথা জানতে পারেন হর্ষিত। তারপর রাতে ঘুমোতে পারেননি টেনশনে। যখন টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয়, কেঁদেই ফেলেন হর্ষিত। লাল কোকাবুরা হাতে যদিও স্নায়ুর চাপে আক্রান্ত দেখায়নি তাঁকে। সেজন্য অধিনায়ক যশপ্রীত বুমরাহর কাছে কৃতজ্ঞ হর্ষিত। তিনি বলেন, ‘জাসসি ভাই অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই তিন উইকেট নেওয়ায় আমার উপর কোনও চাপ ছিল না।’
স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস ১৫০। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস (৬৭-৭ এর পর): ক্যারি ক পন্থ বো বুমরাহ ২১, স্টার্ক ক পন্থ বো হর্ষিত ২৬, লিয়ঁ ক রাহুল বো হর্ষিত ৫, হ্যাজলউড অপরাজিত ৭, অতিরিক্ত ৫, মোট (৫১.২ ওভারে) ১০৪। উইকেট পতন: ৮-৭০, ৯-৭৯, ১০-১০৪। বোলিং: বুমরাহ ১৮-৬-৩০-৫, সিরাজ ১৩-৭-২০-২, হর্ষিত ১৫.২-৩-৪৮-৩, নীতীশ ৩-০-৪-০, সুন্দর ২-১-১-০। ভারত দ্বিতীয় ইনিংস: যশস্বী ব্যাটিং ৯০, রাহুল ব্যাটিং ৬২, অতিরিক্ত ২০, মোট (৫৭ ওভারে) ১৭২-০। বোলিং: স্টার্ক ১২-২-৪৩-০, হ্যাজলউড ১০-৫-৯-০, কামিন্স ১৩-২-৪৪-০, মার্শ ৬-০-২৭-০, লিয়ঁ ১৩-৩-২৮-০, লাবুশানে ২-০-২-০, হেড ১-০-৮-০। 
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা