দেশ

নিরঙ্কুশ জয়েও মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে চাপা টেনশনে গেরুয়া শিবির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রথম যুদ্ধ ছিল ভোটে গরিষ্ঠতা অর্জন। সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার মহারাষ্ট্রে বিজেপি জোটের অন্দরে দ্বিতীয় যুদ্ধ দানা বাঁধছে। যা ছিল প্রত্যাশিতই। অর্থাৎ কে হবেন মুখ্যমন্ত্রী? এককভাবে সবথেকে বেশি আসন পেয়েছে বিজেপি। প্রায় গরিষ্ঠতার কাছেই। শনিবার ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিজেপি নেতা-কর্মীরা দলের নেতাকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর দাবি তুলেছেন। কিন্তু এত সহজে অনিশ্চয়তার সমাধান হওয়ার আশা কম। কারণ একনাথ সিন্ধে সেই ফর্মুলায় সায় দেননি। তিনি বিজেপিকে বার্তা দিয়েছেন, লোকসভা ভোটে বিজেপি জোট পর্যুদস্ত হয়েছিল। সেখান থেকে তাঁর ‘মেরি লাডলি বহেন’ প্রকল্পই গোটা পরিস্থিতি ঘুরিয়ে দিয়েছে। ওই সিদ্ধান্তই গেমচেঞ্জার। আর বিজয়ী মুখ্যমন্ত্রীকে কেনই বা সরানো হবে? 
সিন্ধের এই পরোক্ষ চাপ দিয়ে তোলপাড় চলছে বিজেপিতে। কারণ ততক্ষণে স্বয়ং দেবেন্দ্র ফড়নবিশের মা মিডিয়াকে বলেছেন, এবার আমার পুত্রই মুখ্যমন্ত্রী হবে। দেবেন্দ্রর স্ত্রী অম্রুতাও বলেছেন, ‘মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপি সিদ্ধান্ত নেবে। মহযুতি সিদ্ধান্ত নেবে। সকলে মিলে যাঁকে নির্বাচন করবে, তিনি মহারাষ্ট্রের পক্ষে ভালো মুখ্যমন্ত্রী হবেন।’ তাৎপর্যপূর্ণভাবে জোটের এই জয়ের পিছনে নিজের অবদানকেই এগিয়ে রেখেছেন দেবেন্দ্র। তাঁর কথায়, ‘আগেই বলেছিলাম আমি আধুনিক অভিমন্যু। আমি জানি কীভাবে চক্রব্যুহ ভেদ করতে হয়। আমরা চক্রব্যুহ ভেদ করতে পেরেছি।’ পরে অবশ্য বলেছেন, এই জয়ে আমার অবদান সামান্যই। আমাদের টিম জিতেছে।
বাকি রইলেন অজিত পাওয়ার। তিন শরিকের মধ্যে সবথেকে কম আসন তিনি পেয়েছেন। কিন্তু তার অর্থ এই নয় যে, তিনি রেসের বাইরে। এখনও প্রকাশ্যে তিনি কোনও দাবি করেননি। কিন্তু তাঁর মনে কী আছে? সেটা কেউ জানে না। ফড়নবিশ অথবা সিন্ধে, কাকে অজিত পাওয়ার মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেবেন? অজিত পাওয়ার সমর্থন দেওয়ার বদলে শুধুই উপ মুখ্যমন্ত্রীর পদ পান। বিগত বছরগুলিতে এই ফর্মুলাই দেখা গিয়েছে। উদ্ধব থ্যাকারে মুখ্যমন্ত্রী হলেও অজিত পাওয়ার উপ মুখ্যমন্ত্রী। আবার একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী হলেও তাই। এমনকী একদিনের জন্য দেবেন্দ্র ফড়নবিশ ২০১৯ সালে মুখ্যমন্ত্রী পদে শপথ দিয়েছিলেন। সেবারও অজিত পাওয়ার উপ মুখ্যমন্ত্রী। এবারও কি তিনি ওই পদেই থেকে যাবেন? নাকি তাঁর অন্য উচ্চাশা আছে? 
এখনও পর্যন্ত দেবেন্দ্র ফড়নবিশের সম্ভাবনাই বেশি। কারণ, পরিশ্রম করবেন তারা, আর তাদের দল বছরের পর বছর মুখ্যমন্ত্রিত্ব পাবে না— এটা আর মেনে নিতে চাইছে না বিজেপির নেতাকর্মীরা। তারা প্রকাশ্যেই বলতে শুরু করেছে যে, মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়নবিশ। সুতরাং প্রাথমিক উচ্ছ্বাসের পরই প্রবল স্নায়ুর লড়াই শুরু। দিল্লি থেকে বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষ ভূপেন্দ্র যাদব শনিবার মহারাষ্ট্র পৌঁছে গিয়েছেন। তিনি সিন্ধে, অজিত পাওয়ার এবং ফড়নবিশের সঙ্গে বৈঠক করবেন। ফড়নবিশ শনিবার বলেছেন, কোনও মতান্তর নেই। আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব যে মুখ্যমন্ত্রী কে হবেন? অর্থাৎ এক কথায় তিনি বলছেন না যে, একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী ছিলেন। একনাথ সিন্ধেই হবেন! মুখ্যমন্ত্রিত্ব চলে গেলে সিন্ধে কী করবেন? আজ মুখ্যমন্ত্রী থাকা সিন্ধে কি কাল উপমুখ্যমন্ত্রী হওয়া মেনে 
নেবেন? নাকি তিনি হবেন মুখ্যমন্ত্রী? কৌতুহল তুঙ্গে। 
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা